স্টাফ রিপোর্টার, আগরতলা, ২৬ মে।। বুধবার সন্ধ্যার পর রাজধানীর বিভিন্ন এলাকা পায়ে হেঁটে পরিক্রমা করলেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব সহ রাজ্য পুলিশ মহানির্দেশক ভি.এস যাদব৷ এদিন সন্ধ্যায় পুলিশ সদর দপ্তরে কাজ শেষ করে মহানির্দেশক ভি.এস যাদব মুখ্যমন্ত্রীর সরকারি আবাসনে যান৷
সূত্রের খবর সেখানে কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেন মুখ্যমন্ত্রী এবং পুলিশ মহানির্দেশক৷ এরপরে তারা পায়ে হেঁটে শহর পরিক্রমায় বের হন৷ মুখ্যমন্ত্রী এবং পুলিশ মহানির্দেশক পায়ে হেঁটে প্রথমে চলে যান এডিনগর ড্রপগেইট পর্যন্ত৷
সেখান থেকে কবিরাজটিলা এবং মহারাজগঞ্জ বাজার হয়ে প্যারাডাইস চৌমুহনিতে ফিরে আসেন৷ পুলিশ সূত্রে খবর কারফিউ ঢাকা শহরে নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখতে মুখ্যমন্ত্রী সহ পুলিশ মহানির্দেশক এদিন শহর পরিক্রমা করেছেন৷
অন্যদিকে এই পরিক্রমার সময় মুখ্যমন্ত্রীর বিশাল সংখ্যক দেহরক্ষীসহ পুলিশ মহানির্দেশকের এসকর্ট বাহিনীর সদস্যরা ছিলেন৷ পরিক্রমায় ভিভিআইপিদের মুভমেন্ট তদারকি করছিলেন সংশ্লিষ্ট থানা পুলিশ আধিকারিকরা৷