কারফিউ ঢাকা শহরে নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখতে মুখ্যমন্ত্রী সহ পুলিশ প্রধানের পরিক্রমা

স্টাফ রিপোর্টার, আগরতলা, ২৬ মে।। বুধবার সন্ধ্যার পর রাজধানীর বিভিন্ন এলাকা পায়ে হেঁটে পরিক্রমা করলেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব সহ রাজ্য পুলিশ মহানির্দেশক ভি.এস যাদব৷ এদিন সন্ধ্যায় পুলিশ সদর দপ্তরে কাজ শেষ করে মহানির্দেশক ভি.এস যাদব মুখ্যমন্ত্রীর সরকারি আবাসনে যান৷

সূত্রের খবর সেখানে কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেন মুখ্যমন্ত্রী এবং পুলিশ মহানির্দেশক৷ এরপরে তারা পায়ে হেঁটে শহর পরিক্রমায় বের হন৷ মুখ্যমন্ত্রী এবং পুলিশ মহানির্দেশক পায়ে হেঁটে প্রথমে চলে যান এডিনগর ড্রপগেইট পর্যন্ত৷

সেখান থেকে কবিরাজটিলা এবং মহারাজগঞ্জ বাজার হয়ে প্যারাডাইস চৌমুহনিতে ফিরে আসেন৷ পুলিশ সূত্রে খবর কারফিউ ঢাকা শহরে নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখতে মুখ্যমন্ত্রী সহ পুলিশ মহানির্দেশক এদিন শহর পরিক্রমা করেছেন৷

অন্যদিকে এই পরিক্রমার সময় মুখ্যমন্ত্রীর বিশাল সংখ্যক দেহরক্ষীসহ পুলিশ মহানির্দেশকের এসকর্ট বাহিনীর সদস্যরা ছিলেন৷ পরিক্রমায় ভিভিআইপিদের মুভমেন্ট তদারকি করছিলেন সংশ্লিষ্ট থানা পুলিশ আধিকারিকরা৷

 

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?