স্টাফ রিপোর্টার, মোহনপুর, ২৬ মে।। শিক্ষামন্ত্রীর বক্তব্যকে বিকৃত করে সোশ্যলা মিডিয়ায় প্রচার করার দায়ে এক ব্যক্তির নামে সিধাই থানায় অভিযোগ দায়ের করে যুব মোর্চা মোহনপুর মণ্ডল কমিটি৷
গত মঙ্গলবার মন্ত্রিসভার বিভিন্ন সিদ্ধান্ত নিয়ে মহাকরণে সাংবাদিক সম্মেলন করেন শিক্ষামন্ত্রী রতন লাল নাথ৷ মন্ত্রী তখন উল্লেখ করেন রাজ্যের মন্ত্রীসভা সিদ্ধান্ত নিয়েছে রাজ্যের সাত লক্ষ দরিদ্র পরিবারকে এককালীন ১০০০ টাকা করে দেওয়া হবে৷
তাতে সরকারের ব্যয় হবে মোট ৭০ কোটি টাকা৷ মন্ত্রীর সাংবাদিক সম্মেলনের কিছুক্ষণ পর অরিন্দম ভট্টাচার্য নামে এক ব্যক্তি সোশ্যাল মিডিয়ায় প্রচার করেন ১০০০ টাকা করে সাত লক্ষ পরিবারকে দেওয়ার ক্ষেত্রে সরকারের ব্যয় হবে ৭ কোটি টাকা৷
https://www.facebook.com/1773561289603375/posts/2646176545675174/
বাকি ৬৩ কোটি টাকা কোথায় গেল তা নিয়ে প্রশ্ণ করেন তিনি৷ তাছাড়া সরকারের সিদ্ধান্তের বিষয়ে অসত্য তথ্য এবং কুৎসা রটানোর দায়ে অরিন্দম ভট্টাচার্যের নামে সিধাই থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে বলে জানান যুব মোর্চার নেতৃত্ব সুকান্ত দেবনাথ৷ তিনি দাবি করেন সরকারের বিরুদ্ধে এই ধরনের অপপ্রচার করার বিরুদ্ধে অতিসত্বর পদক্ষেপ গ্রহণ করুক পুলিশ৷