রাজধানী আগরতলাশ বেনুবন বিহারে বৌদ্ধ পূর্ণিমা উপলক্ষ্যে বিশেষ পূজার আয়োজন হয়

স্টাফ রিপোর্টার, আগরতলা, ২৬ মে।। বৌদ্ধ পূর্ণিমা হল বৌদ্ধ ধর্মাবলম্বীদের পবিত্রতম উৎসব৷ এই পুণ্যোৎসব বৈশাখ মাসের পূর্ণিমা তিথিতে উদ্যাপিত হয়৷

বৈশাখী পূর্ণিমা দিনটি বুদ্ধের ত্রিস্মৃতি বিজড়িত৷ এই পবিত্র তিথিতে বুদ্ধ জন্মগ্রহণ করেছিলেন, বোধি বা সিদ্ধিলাভ করেছিলেন এবং মহাপরিনির্বাণ লাভ করেছিলেন৷

বুধবার রাজধানীর বেনুবন বিহারে বৌদ্ধ পূর্ণিমা উপলক্ষ্যে বিশেষ পূজার আয়োজন করা হয়৷ তবে এই বছর করোনার জেরে মন্দিরে সাধারণ ভক্তদের প্রবেশের ক্ষেত্রে ছিল নিষেধাজ্ঞা৷ কেবল মাত্র মন্দিরে থাকা ভিক্ষুরাই এই পূজা ও প্রবচনে অংশ নেয়৷ সমস্ত প্রাণীর মঙ্গলকামনা করা হয় পূজার মাধ্যমে৷

অক্ষয়া নন্দ ভিক্ষু জানান, বেনুবন বিহারে যারা আসছেন তাদের দূরত্ব বজায় রেখে পূজা দিতে বলা হয়েছে৷ কোন ভাবেই যাতে ভীড় না হয় তাঁর জন্য মন্দির কর্তৃপক্ষ ব্যবস্থা নিয়েছে৷ বেনুবন বিহারে অল্প কিছু সংখ্যক ভক্ত এদিন সকালে পূজায় অংশ নেন৷

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?