কল্যাণপুরে জলাশয়ে বিশাল সংখ্যক মাছের মড়কে সর্বস্বান্ত মৎস্যচাষিরা

স্টাফ রিপোর্টার, কল্যাণপুর, ২৬ মে।। করোনা অতিমারির ভয়াবহতায় এমনিতেই দিশেহারা জনজীবন৷ বাঁচার তাগিদে গৃহবন্দী মানুষের চিন্তার শেষ নেই৷ এরই মাঝে অজানা রোগে গ্রাম- গ্রামাঞ্চলের বিশাল সংখ্যক মাছের মড়কে সর্বস্বান্ত মৎস্যচাষিরা৷

গত কয়েক দিনের বিভিন্ন এলাকায় ব্যাপক সংখ্যক মাছের মড়কে স্বভাবতই আতঙ্ক দেখা দিয়েছে সংশ্লিষ্ট এলাকায়৷ কল্যাণপুর ব্লক এলাকার পশ্চিম ঘিলাতলী গ্রাম পঞ্চায়েতের অধীন হরিকুমার মহাজানটিলার প্রয়াত শ্রীদাম দেবনাথের বহু পুরনো জলাশয়ে প্রচুর পরিমাণে মাছের মড়কে চাঞ্চল্য দেখা দিয়েছে৷ প্রতিবছরই রকমারি মাছের চাষ হয় বিশালাকার এই জলাশয়ে৷ মৎস্য দপ্তরও এই জলাশয়ের প্রতি বিশেষ নজরদারি রাখে৷

এবারও এর ব্যতিক্রম ছিল না৷ কিন্তু গত সোমবার পড়ন্ত বেলায় হঠাৎ করে দেখা যায় জলাশয় জুড়ে মাছ ভেসে উঠছে৷ এই ঘটনা জানাজানি হতেই গোটা এলাকা জুড়ে দৌড়ঝাঁপ শুরু হয়৷ মুহূর্তের মধ্যেই সমগ্র জলাশয়ের মাছ মরে ভেসে উঠে, যার আনুমানিক বর্তমান বাজারমূল্য দুই লক্ষাধিক টাকা৷

অল্পকিছু মাছ বাজারজাত করা গেলেও অধিকাংশ মৃত মাছ মাটি চাপা দিয়ে দেওয়া হয়৷ হঠাৎ করে বিপুল পরিমাণ মাছেব মড়কের সঠিক কারণ জানা না গেলেও অনুমান করা হয়েছে, প্রচণ্ড দাবদাহের কারণে প্রতিক্রিয়ায় এত বিশাল সংখ্যক মাছের মড়ক হতে পারে৷

কল্যাণপুর এলাকার বিভিন্ন উপজাতি এলাকাগুলোতে এই ধরনের খবর মিলেছে৷ বিভিন্ন এলাকায় আচমকা মাছের মড়ক দেখা দিলেও এক শ্রেণির মাছ ব্যবসায়ী লোভের বশবর্তী হয়ে স্বল্পমূল্যে মৃত মাছ ক্রয় করে বাজারজাত করছে৷ ফলে সাধারণ মানুষেরাও অজানা রোগের মৃত মাছ কম দামে বাড়ি নিয়ে যাচ্ছে৷

 

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?