অনলাইন ডেস্ক , ২৭ মে।। চীনের উত্তর-পূর্ব হিলংজিয়াং প্রদেশে একটি ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় ৮ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন চারজন। বুধবার (২৬ মে) এই দুর্ঘটনা ঘটেছে। জানা যায়, দোংনিং শহরের একটি অফিসে বিস্ফোরণ হয়। এতে আগুন চারদিকে ছড়িয়ে পড়ার কারণে এই হতাহতের ঘটনা ঘটে।
ওই ভবনে অবৈধ ভাবে উৎপাদিত বিস্ফোরক দ্রব্য সংরক্ষণ করে রাখায় বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ দুর্ঘটনায় উদ্ধার অভিযানের কাজ বুধবার (২৬ মে) রাত ৮টায় শেষ হয়।