স্টাফ রিপোর্টার, আমবাসা, ২৬ মে।। ত্রিপ্রা মাথার কর্মীদের জন্য পঞ্চায়েতের কাজ চালাতে অসুবিধার সম্মুখীন হচ্ছে পঞ্চায়েতের সচিব ও কর্মীদের। মঙ্গলবার বিকেলে বেশ কয়েক জন দুষ্কৃতী এসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও মুখ্যমন্ত্রী
বিপ্লব দেবের ফ্লাক্স খুলে ছিড়ে ফেলে দেয় দুস্কৃতিকারীরা।
এদিন কেউ নজরে আসেনি ঘটনাটি। ঘটনাটি ঘটে আমবাসা ব্লকের বাগমারা ভিলেজ কমিটিতে। ঘটনার বিবরণে জানা যায় এই ভিলেজ কমিটিতে ত্রিপ্রা মোথার সমর্থকরা বেশ কয়েকবার পঞ্চায়েত সচিবকে হুমকি দিয়েছিল নরেন্দ্র মোদি ও বিপ্লব কুমার দেব এর ফ্লাক্স খুলে ফেলে দিতে হবে।
মঙ্গলবার বিকেলে ঘটলো সেই ঘটনা। কে বা কারা পঞ্চায়েত অফিসে প্রবেশ করে প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদি ও বিপ্লব কুমার দেব এর ফ্লেক্স ছিঁড়ে ফেলে দেয়। এ সময় অফিসে একজন কর্মী উপস্থিত ছিল। কিন্তু তার নজর এড়িয়ে ঘটে ঘটনাটি। বাগমারা বাজারে কয়েকজন ব্যবসায়ী ঘটনাটি প্রত্যক্ষ করে।
খবর দেয় বিজেপির জনজাতির নেতা লাল ফির হালামকে। বুধবার বিজেপির জনজাতি নেতা লালফির হালাম সহ বিজেপির কর্মীরা পঞ্চায়েত অফিসে বিক্ষোভ দেখায়। কথা বলে পঞ্চায়েত সচিবের সাথে। একপ্রকার ক্ষোভে ফেটে পড়ে বিজেপির কর্মীরা।
বিজেপির জনজাতি নেতা লালফির হালাম জানান ত্রিপ্রা মোথার সদস্যরা বিজেপির কর্মীদের পঞ্চায়েত অফিসে ঢুকতে বাধা দেয়। এমনকি তারাই প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদি ও বিপ্লব দেব এর ফ্লাক্স খুলে ফেলে দেয়। এই ঘটনা অত্যন্ত নিন্দনীয়। অন্যদিকে পঞ্চায়েত সচিব রামু দাশগুপ্ত জানান পঞ্চায়েতের কাজ করা কষ্টকর হয়ে গেছে। প্রতিনিয়তই হুমকি-ধমকি আসছে।
মঙ্গলবার কে বা কাহারা পঞ্চায়েতে ভেতরে এসে প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর ফ্লেক্স খুলে নেয়। জানা যায় বিজেপির কর্মীরা চলে আসার পর বেশ কিছুক্ষণ পর ত্রিপ্রা মাথার কর্মীরা পঞ্চায়েতে এসে পঞ্চায়েত তালা দেয়ে।
কিছুক্ষণ পর পুলিশ প্রশাসনের হস্তক্ষেপে পঞ্চায়েত তালামুক্ত হয়। সব মিলিয়ে পঞ্চায়েত অফিসে উন্নয়নমূলক কাজ কর্ম করা অনেক কষ্টকর হয়ে গেছে বলে ধারণা অভিজ্ঞ মহলের।