স্টাফ রিপোর্টার, আগরতলা, ২৬ মে।। যথাযোগ্য মর্যাদায় ও কোভিড সংক্রান্ত স্বাস্থ্যবিধি মেনে আজ আগরতলার নজরুল কলাক্ষেত্রে বিদ্রোহী কবি নজরুল ইসলামের ১২২ তম জন্মজয়ন্তী উপলক্ষ্যে রাজ্যভিত্তিক শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানের আয়োজন করা হয়।
তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথিরূপে উপস্থিত ছিলেন সমাজকল্যাণ ও সমাজশিক্ষা মন্ত্রী সান্ত্বনা চাকমা। নজরুল কলাক্ষেত্রে কাজী নজরুল ইসলামের মর্মর মূর্তিতে মাল্যদান করে সমাজকল্যাণ ও সমাজশিক্ষা মন্ত্রী শ্রীমতি চাকমা সাংবাদিকদের জানান, কাজী নজরুল ইসলামের রচিত গানগুলো আজও এপার ও ওপার বাংলার মানুষের প্রাণের গান।
তাঁর রচিত কবিতা ও গানের মধ্যে অন্যায়ের বিরুদ্ধে বিদ্রোহ, সাম্প্রদায়িক ভ্রাতৃত্ববোধ, মানবিকতার কণ্ঠ ফুটে উঠেছে। মন্ত্রী সান্ত্বনা চাকমা এদিন বৌদ্ধ পূর্ণিমা উপলক্ষ্যে রাজ্যের আপামর জনসাধারণকে শুভেচ্ছাও জানিয়েছেন। জীবনে চলার পথে গৌতম বুদ্ধের দেখানো পথে এগিয়ে যাওয়ার জন্য সকলের প্রতি আহ্বান রাখেন।
এদিনের শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিধায়ক ডা. দিলীপ দাস, রাজ্যভিত্তিক সাংস্কৃতিক উপদেষ্টা কমিটির ভাইস চেয়ারম্যান সুভাষ দেব, রাজ্য উচ্চশিক্ষা পর্ষদের চেয়ারম্যান ড. অরুনোদয় সাহা, টি বোর্ডের চেয়ারম্যান সন্তোষ সাহা, টি আর টি সি-এর চেয়ারম্যান দীপক মজুমদার, রাজ্যভিত্তিক সাংস্কৃতিক উপদেষ্টা কমিটির সদস্য সুব্রত চক্রবর্তী, তথ্য ও সংস্কৃতি দপ্তরের সচিব পি কে গোয়েল এবং অধিকর্তা রতন বিশ্বাস। অতিথিগণ কবির মর্মর মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা নিবেদন করেন।