স্টাফ রিপোর্টার, বিশালগড়, ২৬ মে।। কাজী নজরুল ইসলাম ছিলেন বহুমুখী প্রতিভার অধিকারী। তিনি ছিলেন মানুষের কবি। তাঁর সমগ্র রচনায় কবি মানুষের জয়গান গেয়েছেন।
আজ বিশালগড় মহকুমার লেম্বুতলী গ্রাম পঞ্চায়েতের উত্তর এম সি নগর জনপ্রিয় উচ্চ বিদ্যালয়ে শিক্ষা দপ্তর আয়োজিত রাজ্যভিত্তিক কবি কাজী নজরুল ইসলামের ১২২ তম জন্মজয়ন্তী উদযাপন অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী রতনলাল নাথ একথা বলেন। অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী বলেন, কাজী নজরুল ইসলামের চিন্তাধারাকে ছড়িয়ে দিতে হবে।
তিনি শুধুমাত্র জন্মজয়ন্তী উদযাপনের মধ্যেই সীমাবদ্ধ না রেখে কাজী নজরুল ইসলামের জীবন ও তাঁর লেখা আজকের ছাত্রছাত্রীদের কাছে পৌছে দেওয়ার উপর গুরুত্ব আরোপ করেন।
https://www.facebook.com/watch/?v=487752712289488
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিপাহীজলা জিলা পরিষদের সভাধিপতি সুপ্রিয়া দাস দত্ত, বিধায়ক নারায়ণ চৌধুরী, জিলা পরিষদের সদস্য বিশ্বজিৎ সাহা, উচ্চ শিক্ষা দপ্তরের অধিকর্তা সাজু ওয়াহিদ এ। সভাপতিত্ব করেন লেম্বুতলি গ্রাম পঞ্চায়েতের প্রধান মায়ারাণী দেববর্মা। কোভিড স্বাস্থ্যবিধি মেনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।