অনলাইন ডেস্ক, ২৬ মে।। সাদ্দাম হোসেনের পতনের পর ইরাকের তেল বিক্রির ১৫০ বিলিয়ন ডলার নাই হয়ে গেছে বলে দাবি করেছেন দেশটির প্রেসিডেন্ট বাহরাম সালিহ।
সালিহকে উদ্ধৃত করে নিউ আরব পত্রিকা লিখেছে, ‘২০০৩ সাল থেকে প্রায় ট্রিলিয়ন ডলার আয় হয়েছে তেল থেকে। এর মধ্যে ১৫০ বিলিয়ন দেশ থেকে বেরিয়ে গেছে। ’
ইরাকের পার্লামেন্টে দুর্নীতির অর্থ পুনরুদ্ধার সংক্রান্ত একটি আইনের খসড়া জমা দিয়েছেন প্রেসিডেন্ট বাহরাম। এমন প্রেক্ষাপটে তার কাছ থেকে দুর্নীতির বিষয়ে ওই বক্তব্য এল।
প্রস্তাবিত আইনটির উদ্দেশ্য হলো দুর্নীতির মাধ্যমে চুরি হওয়া অর্থ পুনরুদ্ধার ও দুর্নীতিতে জড়িত ব্যক্তিদের বিচারের আওতায় আনার ক্ষেত্রে ইরাকের সক্ষমতা বাড়ানো।
প্রেসিডেন্ট বাহরামের ভাষ্য, আইনটি পাস হলে ইরাক থেকে চুরি বা পাচার হওয়া অর্থ বিভিন্ন সরকার ও আন্তর্জাতিক সংস্থার সহযোগিতায় পুনরুদ্ধার সম্ভব হবে।
প্রেসিডেন্ট বাহরাম ইরাকি আইনপ্রণেতাদের প্রস্তাবিত আইনটি নিয়ে আলোচনা ও তা অনুমোদন দেওয়ার আহ্বান জানিয়েছেন।
তিনি বলেছেন, ইরাকের আর্থিক উন্নয়নে চুরি হওয়া অর্থই যথেষ্ট। বিশেষজ্ঞদের বরাত দিয়ে নিউ আরব লিখেছে, এই আইন দেশটিতে পাস হওয়ার সম্ভাবনা খুব কম।