একসঙ্গে না থাকতে চাইলে জোর করে দুজনের থাকার কোনো মানে হয় না : শ্রুতি হাসান

অনলাইন ডেস্ক, ২৬ মে।। বাবা ভারতীয় সিনেমার সুপারস্টার, মা জনপ্রিয় নায়িকা। তাদের সঙ্গে বেশিদিন একই ছাদের নিচে থাকা হয়নি শ্রুতি হাসানের। তবে মা-বাবার বিচ্ছেদ নিয়ে অভিযোগ নেই এই তারকার।

কমল হাসান ও সারিকা ১৯৮৮ সালে সাত পাকে বাঁধা পড়েন, ২০০৪ সালে তাদের বিবাহ বিচ্ছেদ হয়। ১৬ বছরের বিবাহিত জীবনে শ্রুতি কিশোর থাকাকালীনই ছাড়াছাড়ি। দম্পতির বড় মেয়ে অক্ষরা হাসানও অভিনেত্রী। সম্প্রতি বাবা-মায়ের বিচ্ছেদ সম্পর্কে কথা বলতে গিয়ে শ্রুতি জানান, আমি খুশি ওরা দুজনে আলাদা হয়ে গেছে। কারণ, একসঙ্গে না থাকতে চাইলে জোর করে দুজনের থাকার কোনো মানে হয় না।

আরও বলেন, তিনি মায়ের তুলনায় বাবার বেশি কাছের। তবে তাদের ‘সেরা বাবা-মা’ বলে সম্বোধন করেছেন অভিনেত্রী। শ্রুতি বলেন, “আমি বাবা-মায়ের ক্ষেত্রে উচ্ছ্বসিত কারণ তারা নিজেদের মতো করে বাঁচতে চেয়েছিল তাই। আমি কখনোই চাইনি দুটো মানুষ একসঙ্গে থাকুক যাদের একসঙ্গে থাকার কোনো কারণই নেই। তবুও তারা বাবা-মা হিসেব সেরা।
আমি মূলত আমার বাবার বেশি কাছের।

আমার মা-ও খুব অসাধারণ। আমাদের জীবনকে সুন্দর করে তুলেছে। এটা হয়তো সেরার জন্যই ঘটেছে। ” অভিনেত্রী বলেন, “ওরা দুজনই খুব ভালো মানুষ। তবে একসঙ্গে থাকলে হয়তো তারা এত সুন্দর থাকতে পারতেন না। আলাদা থাকার ফলে তাদের অন্তরের সৌন্দর্য কখনো বদলে যায়না। যখন ওরা আলাদা হয়েছিল আমি খুব ছোট ছিলাম।

এটা তো স্বাভাবিক তারা আলাদা থাকার ফলে আরও ভালো থাকতে পেরেছে। ” বলিউডের একাধিক সিনেমায় অভিনয় করলেও দক্ষিণ ভারতীয় সিনেমায় বেশি সফল শ্রুতি। বর্তমানে করোনা পরিস্থিতিতে একাধিক সিনেমা স্থগিত হওয়ায় অবসর সময় কাটাচ্ছেন তিনি।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?