ছোট পরিসরে হলেও সর্বত্র পূর্ণ নিষ্ঠা ও ভক্তিভরে পালিত হচ্ছে বুদ্ধ পূর্ণিমা

স্টাফ রিপোর্টার, আগরতলা , ২৬ মে।। বড় ধরনের কোন আয়োজন না হলেও ছোট পরিসরে সর্বত্র পূর্ণ নিষ্ঠা ও ভক্তিভরে পালিত হচ্ছে বুদ্ধ পূর্ণিমা। সমাজকল্যাণ মন্ত্রী সান্ত্বনা চাকমা তাঁর আবাসনে ভগবান বুদ্ধের আরাধনা করেছেন।

প্রসঙ্গত,বুদ্ধ পূর্ণিমা বা বৈশাখী পূর্ণিমা হল বৌদ্ধ ধর্মাবলম্বীদের পবিত্রতম উৎসব।এই পুণ্যোৎসব বৈশাখ মাসের পূর্ণিমা তিথিতে উদযাপিত হয়। বৈশাখী পূর্ণিমা দিনটি বুদ্ধের ত্রি-স্মৃতি বিজড়িত।

এই পবিত্র তিথিতে সিদ্ধার্থ জন্মগ্রহণ করেছিলেন, বুদ্ধত্ব বা সিদ্ধিলাভ করেছিলেন এবং একই পূর্ণিমায় মহাপরিনির্বাণ বা মৃত্যু বরণ করেছিলেন।

এই দিনে বৌদ্ধধর্মাবলম্বীগণ স্নান করে শুচিবস্ত্র পরিধান করে বৌদ্ধ বিহারে বুদ্ধের বন্দনায় রত থাকেন। ভক্তগণ প্রতিটি বিহার বা কিয়াং এ বহু প্রদীপ প্রজ্জ্বলিত করেন, ফুলের মালা দিয়ে বিহারকে সুশোভিত করে বুদ্ধের আরাধনায় নিমগ্ন হন। এছাড়া বুদ্ধগণ এই দিনে বুদ্ধ পূজার পাশাপাশি পঞ্চশীল, অষ্টশীল, সূত্রপাঠ, সূত্রশ্রবণ, সমবেত প্রার্থনা করে থাকেন।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?