অনলাইন ডেস্ক, ২৬ মে।। পরিবারের সকালের নাস্তার জন্য প্রতি মাসে ৩০০ ইউরো সরকারি কোষাগার থেকে নিয়ে সমালোচনার মুখে পড়েছেন ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী। ফিনল্যান্ডের শীর্ষস্থানীয় একটি ট্যাবলয়েডের প্রতিবেদনে বলা হয়েছে, প্রধানমন্ত্রী সানা ম্যারিন কোষাগার থেকে অর্থ নিলেও প্রেসিডেন্ট নিজের অর্থ থেকে এই ধরনের ব্যয় বহন করেন।
ফিনল্যান্ডবাসীর গড় আয় ৪৫ হাজার ডলার মানে প্রায় ৪০ হাজার ইউরো, মাসে ৩৪০০ ইউরোর মতো জনপ্রতি। সেই দেশে নাস্তায় এই পরিমাণ অর্থকে ব্যয়বহুল মনে করছেন অনেকে। এখন প্রধানমন্ত্রীর দপ্তরকে বলা হয়েছে রাষ্ট্রের টাকায় প্রধানমন্ত্রী আসলেই কী কী খেতে পারবেন কতটা ব্যয় করতে পারবেন সেটা পরিষ্কার করে জানাতে।
প্রতিবেদনটিতে বলা হয়েছে, ম্যারিনের আগে যারা প্রধানমন্ত্রী ছিলেন, তারা পারিবারিক কাজে কেউ এত অর্থ খরচ করেননি। ফিনল্যান্ডের নিয়ম অনুযায়ী, প্রধানমন্ত্রী একটি বাড়ি পাবেন। সেই বাড়ির ভাড়া এবং সংস্কার কাজের পাশাপাশি আলো, তাপমাত্রা নিয়ন্ত্রণ এবং ফার্নিচারের খরচ দেয়া হবে।
এই নিয়মে খাবারের বিষয়ে কিছু বলা নেই। ফিনল্যান্ডের প্রেসিডেন্টের জন্যও একই সুযোগ-সুবিধা প্রযোজ্য। প্রেসিডেন্টের অফিস থেকে সংবাদমাধ্যমটিকে বলা হয়েছে, নিত্য-প্রয়োজনীয় জিনিসের জন্য তিনি সরকারি অর্থ ব্যয় করেন না।