অনলাইন ডেস্ক, ২৬ মে।। আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যকার দীর্ঘ প্রতিক্ষিত বৈঠক সুইজারল্যান্ডের জেনেভায় অনুষ্ঠিত হবে। মঙ্গলবার (২৫ মে) এক বিবৃতিতে হোয়াইট হাউজ জানিয়েছে, ১৬ জুন তাদের বৈঠক হবে। এ খবর দিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।
হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি জেন পিসাকি বলেন, যুক্তরাষ্ট্র-রাশিয়া সম্পর্কের স্থিতিশীলতা আমরা নিশ্চিত করতে চাই। আর সেই কারণে দুই নেতা গুরুত্বপূর্ণ সব ইস্যুতেই আলোচনা করবেন। তিনি আরও জানান, বাণিজ্যিক বিমান অবতরণ করিয়ে বেলারুসের এক ভিন্নমতালম্বী সাংবাদিককে আটকের বিষয়ে দেশটির সঙ্গে আলোচনার পরিকল্পনা বাইডেনের রয়েছে।
তবে এই ঘটনায় রাশিয়ার কোনও সংশ্লিষ্টতা আছে বলে আমরা বিশ্বাস করি না।উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে সাইবার আক্রমণসহ বিভিন্ন ক্ষেত্রে মস্কোকে দোষারোপ করেছে ওয়াশিংটন। এমনকি যুক্তরাষ্ট্র রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপ করে এবং হ্যাকের জবাবে রুশ কূটনীতিকদের বহিষ্কার করেছে।