অনলাইন ডেস্ক, ২৫ মে।। রামলীলা, বাজিরাও মাস্তানি ও পদ্মাবত— একের পর এক লার্জার দ্যান লাইফ ক্যানভাসের ছবিতে বাজিমাত করেছিলেন পরিচালক-নায়িকা জুটি সঞ্জয়লীলা বানসালি ও দীপিকা পাড়ুকোন। হঠাৎ-ই দুজনের সম্পর্কে ধাক্কা লাগে। পরিচালকের ফেবারিট হয়ে ওঠেন আলিয়া ভাট।
এখন শোনা যাচ্ছে, তাদের সম্পর্কের বরফ গলেছে। ‘বৈজু বাওরা’ছবিতে সঞ্জয়ের নায়িকা হচ্ছেন দীপিকা। ডাকাত রানি রূপমতির চরিত্রে দীপিকাকেই চেয়েছেন পরিচালক। নায়িকাও রাজি হয়েছেন শোনা যাচ্ছে।
দাপুটে চরিত্রে অভিনয়ের সুযোগও থাকে, আর নতুন নতুন চরিত্র নিয়ে এক্সপেরিমেন্ট করতে ভালোবাসেন দীপিকা। স্বাভাবিকভাবেই তার কাছেও এটি বড় পাওনা। ছবির বাকি চরিত্র নির্ধারণের কাজ চলছে এখন।
১৯৫২ সালে কুলদ্বীপ কাউর রূপমতির চরিত্রে অভিনয় করেছিলেন। সেই চরিত্রেই এবার দেখা যাবে দীপিকাকে। ভরত ভূষণ হয়েছিলেন বৈজু বাওরা। সেই ভূমিকায় কাকে দেখা যায় সেটাই এখন দেখার। আরও শোনা যাচ্ছে, ছবির দুই চরিত্রে থাকতে পারেন আলিয়া ভাট ও রণবীর সিং।
আপাতত আলিয়ার ‘গাঙ্গুবাঈ কাঠিয়াওয়াড়ি’ নিয়ে ব্যস্ত সঞ্জয়। এরপর শাহরুখ খানের সঙ্গে করবেন ‘ইজহার’। সেই ব্যস্ততা কাটলে মনোযোগ দেবেন ‘বৈজু বাওরা’য়।