একের পর এক বাধা আসছে ওয়েব সিরিজ ‘দ্য ফ্যামিলি ম্যান’-এর দ্বিতীয় সিজন নিয়ে

অনলাইন ডেস্ক, ২৫ মে।। একের পর এক বাধা আসছে মনোজ বাজপেয়ির ওয়েব সিরিজ ‘দ্য ফ্যামিলি ম্যান’-এর দ্বিতীয় সিজন নিয়ে। সিরিজটি যাতে জুনে আমাজন প্রাইমে মুক্তি না পায় তা নিশ্চিত করতে ওঠে পড়ে লেগেছে তামিলনাড়ু সরকার।

ভারতীয় সংবাদমাধ্যম জানায়, ইতিমধ্যেই কেন্দ্রের কাছে নিষেধাজ্ঞার বিষয়ে আবেদন জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। সিরিজে তামিলদের অসম্মান জানানো হয়েছে বলে নেট দুনিয়া তোলপাড় হচ্ছে।

সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিং ‘ফ্যামিলি ম্যান টু অ্যাগেইনস্ট তামিলিয়ানস’ হ্যাশট্যাগ।

তামিলনাড়ু সরকারের পক্ষ থেকে কেন্দ্রের তথ্য ও সম্প্রচার মন্ত্রী প্রকাশ জাভড়েকরের কাছে একটি চিঠি পাঠানো হয়েছে। যাতে জানানো হয়েছে, ‘লিবারেশন টাইগার্স অব তামিল ইলমের যোদ্ধাদের অপমান করা হয়েছে। ’ সঙ্গে চিঠিতে এই ওয়েব সিরিজকে ‘নিন্দনীয়’ ও ‘বিদ্বেষমূলক’ বলা হয়েছে।

২০১৯ সালের ২০ সেপ্টেম্বর মুক্তি পায় ‘দ্য ফ্যামিলি ম্যান’ সিরিজের প্রথম সিজন। পরিচালনা করেন রাজ নিদিমরু ও কৃষ্ণা ডিকে, যাদের একসঙ্গে রাজ ডিকে বলা হয়। বেশ জনপ্রিয় হয় প্রথম সিজন। তারপর থেকেই দ্বিতীয় সিজনের জন্য অধীর অপেক্ষায় ছিলেন দর্শক। চলতি মাসেই প্রকাশ্যে আসে ট্রেলার।

এরপর থেকে তামিলদের পক্ষ থেকে বারবার এই ওয়েব সিরিজ বন্ধ করে দেওয়ার কথা বলা হতে থাকে। দক্ষিণী অভিনেত্রী সামান্থা আক্কিনেনির চরিত্রকে একেবারেই পছন্দ হয়নি তাদের। ‘দ্য ফ্যামিলি ম্যান টু’তে তামিল বিদ্রোহীর চরিত্রে অভিনয় করেছেন তিনি। যার সঙ্গে যোগ আছে পাকিস্তানি গোয়েন্দা সংস্থা আইএসআই-এর।

অনেকে আবার অভিনেত্রীর পোশাকে এলটিটিই তথা লিবারেশন টাইগার্স অব তামিল ইলমের ইউনিফর্মের মিল খুঁজে পেয়েছেন। ব্যস, সঙ্গে সঙ্গে ওঠে সিরিজ বয়কটের ডাক। এর আগে ‘দ্য ফ্যামিলি ম্যান টু’র বিরোধিতা করেছিলেন রাজ্যসভার সংসদ সদস্য ভায়কো।

মাস কয়েক আগে আমাজন প্রাইমের ‘তাণ্ডব’ সিরিজ নিয়ে বিতর্ক তৈরি হয়। সেই প্রেক্ষিতে পিছিয়ে যায় ‘দ্য ফ্যামিলি ম্যান টু’। কিন্তু এখন ট্রেলার প্রকাশেই উঠল নিষেধাজ্ঞার দাবি।

 

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?