স্টাফ রিপোর্টার, বিশালগড়, ২৪ মে।। পরস্ত্রীর সাথে কুকর্ম করতে এসে হাতেনাতে আটক এক পুলিশ কনস্টেবল। ঘটনা বিশালগড় লেম্বুতুলি পঞ্চায়েতের তিন নং ওয়ার্ড এলাকায় । কনস্টেবল এর নাম নন্দলাল দেববর্মা। জানা যায়, একমাস যাবত থানাতে ডিউটি অবস্থায় আছে বলে স্রীকে ফুসলিয়ে পরস্ত্রীর সাথে ভাড়াটিয়া বাড়িতে দিন রাত কাটাচ্ছে।
পরবর্তী সময়ে সোমবার এলাকার জনগণ জড়ো হয়ে পুলিশ কনস্টেবল নন্দলাল দেববর্মা সহ পরস্ত্রীকে আটক করে গণধোলাই দিয়ে মধুপুর থানার পুলিশের হাতে তুলে দেয়। এদিকে পুলিশ কনস্টেবলের স্ত্রী থানায় এসে সকলকে নিয়ে আন্দোলনে নামে। তার বিরুদ্ধে অভিযোগ তুলে গত কয়েক মাস যাবত বেধড়ক মারধরের চালিয়েছে।
তার দুই সন্তান রয়েছে। অপরদিকে পরস্ত্রী দুই কন্যা সন্তান এবং এক ছেলে রয়েছে। পরবর্তী সময়ে স্ত্রী এলাকার জনগণকে নিয়ে এসে থানার সামনে আন্দোলনে বসে। তাদের বক্তব্য নন্দলাল দেববর্মা যে তার সাথে প্রতারণা করেছে তার কঠোর শাস্তি দিতে হবে।