স্টাফ রিপোর্টার, আগরতলা, ২৪ মে।। আপাতত রাজ্যে ঘূর্ণিঝড় ইয়াস’র কোন প্রভাব নেই৷ তবে তীব্র দাবদাহের পর সোমবার দুপুর থেকে শুরু হয়েছে বৃষ্টিপাত৷ সোমবার আবহাওয়া দফতরের আগরতলা কেন্দ্র থেকে মঙ্গলবারের জন্য রাজ্যের পশ্চিম ত্রিপুরা ও সিপাহীজলা দুই জেলায় বজ্রবিদ্যুৎসহ ভারি বৃষ্টিপাতের পূর্বাভাস জারি করেছে৷
রাজ্যে দু’দিনের ভারি বৃষ্টিপাতের আশঙ্কায় কৃষি কল্যাণ দফতরও কৃষকদের জন্য সতর্কতা জারি করেছে৷ শেষপর্যন্ত সোমবার দুপুরের হালকা ঝড়ো বৃষ্টি জনজীবনে স্বস্তি নিয়ে এলো৷ আগামী ২৪ ঘণ্টায় আরো ভারি বৃষ্টিপাতের আশঙ্কা দেখছে আবহাওয়া দফতর৷
তবে সুদূর বঙ্গোপসাগরে সৃষ্ট ‘ইয়াস’ নিয়ে রাজ্যে কোন প্রভাব পড়ছে না৷ জানিয়েছে আবহাওয়া দফতরের আগরতলা কেন্দ্র৷ পূর্বাভাসে আবহাওয়া দফতর জানিয়েছে আগামী ২৪ ঘন্টায় পশ্চিম ত্রিপুরা ও সিপাহীজলা জেলায় বজ্রবিদ্যুৎ সহ ভারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে৷ রাজ্যের অন্যান্য জেলাতেও বর্জ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে৷
ঘূর্ণিঝড় ইয়াস বর্তমানে বাংলাদেশের চট্টগ্রাম বন্দর এলাকার কাছাকাছি বঙ্গোপসাগর এলাকায় রয়েছে৷ ইয়াস’র প্রভাবে রাজ্যে কোন ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা নেই৷ স্থানীয়ভাবে কালবৈশাখী’র জেরেই সোমবারের বৃষ্টিপাত বলে খবর৷ এই দিন বিকাল সাড়ে পাঁচটা পর্যন্ত আগরতলায় বৃষ্টিপাত হয়েছে ৪.৯ মিলিমিটার৷
দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৮.৭ ডিগ্রি ও সর্বনিম্ন ২৭ ডিগ্রি সেলসিয়াস৷ মঙ্গলবার সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে ৩৬ ডিগ্রি ও ২৪ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকার পূর্বাভাস রয়েছে৷ তবে এর সাথে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা কিছুটা স্বস্তি দিতে পারে বলে আশা করা হচ্ছে৷
ভারি বর্ষায় ইয়াস’র আশঙ্কায় কৃষকদের জন্য সতর্কতা জারি করেছে রাজ্য কৃষি কল্যাণ দফতর৷ অবিলম্বে বরো ধান ঘরে তুলে নিতে বলছে দফতর৷ সঙ্গে গবাদি পশুকে নিরাপদ আশ্রয়ের ব্যবস্থা সহ পুকুর জলাশয়ের মাছ আটকে রাখতে জাল দিয়ে ঢেকে দিতে পরামর্শ দিয়েছে দফতর৷
আসন্ন ভারি বর্ষায় ফল সবজির ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে৷ তাছাড়া জমিতে জল জমে মাটির নিচের ফসল বিশেষত আদা’র বিশেষ ক্ষতির সম্ভাবনা দেখা দিয়েছে৷ এই বিষয়ে ব্যবস্থা নিতে জমিতে জল নিষ্কাশনী নালা কেটে রাখতে বলছে দফতর৷