স্টাফ রিপোর্টার, আগরতলা, ২৪ মে।। বুদ্ধ পূর্ণিমা উপলক্ষ্যে রাজ্যপাল ও মুখ্যমন্ত্রী পৃথক পৃথক বার্তায় রাজ্যবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন৷ পবিত্র বুদ্ধ পূর্ণিমা উপলক্ষ্যে রাজ্যপাল রমেশ বৈস ত্রিপুরাবাসীকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে সকলের জন্য সুখী ও সমৃদ্ধ জীবন কামনা করেছেন৷
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, ভগবান বুদ্ধের জন্মদিনকে উদ্যাপন করতে বুদ্ধ পূর্ণিমা উৎসব পালন করা হয়৷ ভগবান বুদ্ধ মানুষকে নৈতিকতা, ধ্যান চর্চা ও জ্ঞানের চর্চার মাধ্যমে জীবন চলার পথ প্রদর্শন করে গেছেন৷
অর্থাৎ সৎবাক্য, সৎ জীবিকা, সৎ কর্ম, সৎ চিন্তা, সৎ দৃষ্টি, সৎ সংকল্প, সৎ প্রচেষ্টা ও সৎ সমাধি ইত্যাদির চর্চা করা৷ বিশ্বের বিভিন্ন প্রান্তে যখন রক্তপাত ও হিংসাত্মক ঘনা ঘটছে তখন বুদ্ধের শান্তি, সম্প্রীতি ও অহিংসার বাণী খুবই প্রাসঙ্গিক হয়ে পড়েছে৷ তিনি কোভিড-১৯ মহামারি পরিস্থিতিতে সবাইকে সামাজিক দূরত্ব বজায় রেখে এই উৎসব পালনে আহ্বান জানিয়েছেন।
এদিকে বুদ্ধ পূর্ণিমা উপলক্ষ্যে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব বৌদ্ধধর্মাবলম্বী জনগণ সহ রাজ্যের সকল নাগরিকদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন৷
এক শুভেচ্ছা বার্তায় মুখ্যমন্ত্রী বলেন, ভগবান বুদ্ধ মানবতাকে সত্য ও সততার পথে চলতে অনুপ্রাণিত করেছিলেন৷ ভগবান বুদ্ধের শান্তি, সত্য ও সহানুভূতির বার্তা বিশ্বকে আলোকিত করেছিল৷
করোনা ভাইরাস জনিত এই উদ্ভুত পরিস্থিতিতে ভগবান বুদ্ধের সর্বজনীন ভালবাসা, সহনশীলতা, সহানুভূতি এবং ত্যাগের আদর্শকে অনুসরণ করে সকলকে এগিয়ে যেতে হবে৷
পাশাপাশি এই অতিমারির সময়ে আমাদের অবশ্যই সামনের সারির যোদ্ধাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে, যারা এই প্রতিকূল সময়ে সামনে থেকে লড়াই করছেন৷
বুদ্ধ পূর্ণিমার এই পবিত্র আলোকে সমস্ত প্রতিকূলতাকে কাটিয়ে এই রাজ্যকে সমৃদ্ধশালী রাজ্য রূপে গড়ে তুলবো, এটাই হোক আমাদের জীবন চলার পাথেয়৷