অনলাইন ডেস্ক, ২৫ মে।। সেপ্টেম্বরে পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ আয়োজন করতে চায় আফগানিস্তান। এই সিরিজের ব্যাপারে দুই দেশের ক্রিকেট বোর্ড সম্মত হয়েছে জানিয়েছে ক্রিকেট ভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজ।
সাদা বলের এই সিরিজ হবে সংযুক্ত আরব আমিরাতে। তবে ভেন্যুর ব্যাপারে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি।
আইসিসি এবং এশিয়ান ক্রিকেট কাউন্সিলের টুর্নামেন্টে আফগানিস্তান-পাকিস্তান বেশ কয়েকবার মুখোমুখি হয়েছে। তবে সিনিয়র লেভেলে দুই দলের মধ্যে এখনো কোনো দ্বিপাক্ষিক সিরিজ হয়নি।
আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি) জানিয়েছে, ‘এই সিরিজ খেলা হবে সংযুক্ত আরব আমিরাতে। তবে ভেন্যু এখনো নিশ্চিত হয়নি। শারজাহ, আবুধাবি নাকি দুবাইতে হবে, তা নিয়ে আমরা আলোচনা করছি। ’
গত জানুয়ারিতে আরব আমিরাতে আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজে ভিসা সমস্যার মুখোমুখি হয়েছিল আফগানরা। পুনরায় যাতে আফগানিস্তান ক্রিকেট দলকে এই সমস্যা মুখোমুখি না হতে হয়, তার জন্য সংযুক্ত আরব আমিরাতের জেনারেল অথোরিটি অব স্পোর্টসের মহাসচিবের সঙ্গে আলোচনা করেছেন এসিবি’র চেয়ারম্যান ফারহান ইউসুফজাই।
পাকিস্তানের বিপক্ষে এই সিরিজ শেষে অস্ট্রেলিয়া ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে একটি ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ খেলারও পরিকল্পনা করছে আফগানিস্তান।