অনলাইন ডেস্ক, ২৩ মে।। বর্তমান যুগে মানুষের জীবনে বেশিরভাগ অংশটাই জুরে রয়েছে সোশ্যাল মিডিয়ার সঙ্গে। বলা যেতে পারে যা ছাড়া সাধারণ মানুষের সময় কাটে না। এখন ফেসবুক, ইউটিউব, টুইটার, ইনস্টাগ্রাম বা হোয়াটস অ্যাপ-এর মাধ্যমেই নিজেদের বেশির ভাগ সময় ব্যয় করেন সাধারণ মানুষ।
বাকি সোশ্যাল মিডিয়ায় মানুষ সময় কাটালেও, হোয়াটস অ্যাপটি একটু বেশি কাজে লাগে তাদের। কারণ এর সাহায্যে অন্য ব্যক্তিকে কোনও ডকুমেন্টশ, ছবি, গান, ভিডিও সহজেই পাঠানো যায়। এছাড়া আমরা এই সোশ্যাল মিডিয়ায় নিজেদের স্ট্যাটাসও দিতে পারি। কারা কারা এই স্ট্যাটাস দেখেছেন সেটাও জানতে পারি।
কিন্তু, হোয়াটস অ্যাপের প্রোফাইল পিকচারে আমরা যখন আমাদের ছবি দিই। তখন কি আমরা জানতে পারি কারা আমাদের প্রোফাইল পিকচারে দেওয়া ছবি দেখেছে। হয়তো দেখতে পারি না।
তবে, চিন্তার কোনও কারণ নেই। খুব সহজেই আপনি জানতে পারবেন আপনার প্রোফাইল পিকচারটি কারা কারা দেখেছে।
এক্ষেত্রে আপনাকে Google Play Store থেকে WhatsApp-Who Viewed Me নামক একটি অ্যাপ নামাতে হবে। যার সাহায্যে আপনি সহজেই জানতে পারবেন আপনার প্রোফাইল পিকচার কারা দেখেছে।