অনলাইন ডেস্ক, ২৪ মে।। বেশ হতাশা নিয়েই টুইটটা করেছিলেন জিম্বাবুয়ের অলরাউন্ডার রায়ান বার্ল। তবে সেই টুইটের পর মুখে হাসি ফুটতেও সময় লাগেনি তার।
ঘটনাটি আসলে কী? বার্ল টুইটারে একটি ছবি পোস্ট করেন। তাতে দেখা যায় কয়েকটি ছেঁড়া জুতো ও আঠা দেখা যায়।
ক্যাপশনে লেখেন, ‘আমরা কী কোনো স্পনসর পেতে পারি? যাতে প্রতি সিরিজের পর আমাদের জুতাতে আঠা লাগাতে না হয়। ’
জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ডের আর্থিক অবস্থা যে কতটা শোচনীয়, তা বার্লের পোস্টই বলে দেয়। আর্থিক অবস্থার বেহাল দশার কারণেই সেখানকার অনেক ক্রিকেটার বাধ্য হয়ে অন্যান্য দেশের হয়েও খেলেছেন।
বার্লের আবেগমাখা সেই পোস্ট মুহূর্তের মধ্যেই ভাইরাল হয়ে যায়। টুইটারে অনেক ভক্তই জানায়, তারা স্পনসর করতে না পারলেও আর্থিক সাহায্য করতে পারেন।
তবে বার্লের কাছে খুশির খবর আসতে সময় লাগেনি। বিশ্বের নামী ক্রীড়া সরঞ্জাম প্রস্তুতকারক সংস্থা পিউমা পাশে দাঁড়ায় তার। তাদের পক্ষ থেকে টুইট করে বলা হয়, ‘আঠা ফেলে দেওয়ার সময় এসেছে, বার্ল। আপনার এ ব্যাপারটা আমরা দেখছি।’
এত তাড়াতাড়ি স্পনসর পেয়ে যাবেন ভাবেননি রায়ান বার্ল। টুইট করে বলেন, ‘আনন্দের সঙ্গে আমি ঘোষণা করছি, আমি পিউমা ক্রিকেট টিমের সঙ্গে যুক্ত হব। আমি গর্বিত যে, গত ২৪ ঘণ্টার মধ্যে ভক্তদের সাহায্য এবং সাপোর্টের কারণে আমি স্পনসর পেলাম। আপনাদের সবাইকে আমি ধন্যবাদ জানাই। ’