স্টাফ রিপোর্টার, সাব্রুম, ২৪ মে।। দক্ষিণের প্রান্তিক মহকুমা সাব্রুমে করোণা ভ্যাকসিনের অপ্রতুলতার কারণে বন্ধ রয়েছে ভ্যাকসিনেশন প্রক্রিয়া। সাব্রুমে গত ২১ এবং ২২শে মে ভ্যাক্সিনেশন হওয়ার কথা থাকলেও ২১শে মে প্রথম দিনের ভ্যাক্সিনেশন এর পরেই ভ্যাকসিন শেষ হয়ে যায়।ফলে ২২ শে মে কোন ভ্যাক্সিনেশন হয়নি।
ভ্যাক্সিনেশন সেন্টার গুলিতে দূরদূরান্ত থেকে লোকজন ভ্যাকসিনের জন্য এসে ভ্যাকসিন না নিয়েই ফিরতে হয়েছে। এ ব্যাপারে করোণা মহামারীর জন্য নিযুক্ত মহকুমা নোডাল অফিসার ডক্টর সৌমিক হাজরার কাছে জানতে চাওয়া হলে তিনি জানান যে, ২১ শে মে মোট ১৫৭১ জনকে তিনটি ভ্যাক্সিনেশন সেন্টারে ভ্যাকসিনেট করা হয়।
তাদের তরফ থেকে ভ্যাকসিনেশনের জন্য টিম প্রস্তুত রয়েছে ।কিন্তু ভ্যাকসিন না থাকার কারনে ভ্যাক্সিনেশন বন্ধ রয়েছে। এখন পর্যন্ত সাব্রুম মহকুমার ৭ টি হাসপাতালে প্রায় ২৫ হাজার জনকে এই ভ্যাকসিন দেওয়ার প্রক্রিয়া শেষ হয়েছে। তারা প্রস্তুত রয়েছেন ,যখনই আবার ভ্যাকসিন আসবে সাথে সাথেই সাব্রুমে ভ্যাক্সিনেশন প্রক্রিয়া শুরু হবে।
এখন পর্যন্ত মহকুমাতে ৮ হাজারের বেশি অ্যান্টিজেন টেস্ট হয়েছে। পজিটিভিটি রেটও নাগালের মধ্যে রয়েছে বলে জানান নোডাল অফিসার। বিগত কয়েকদিন যাবৎ মহকুমার একমাত্র কোভিড কেয়ার সেন্টার ভূরাতলি একলব্য রেসিডেন্সিয়াল স্কুলে থাকা কোভিড আক্রান্ত রোগীরা বারবার সামাজিক মাধ্যমে সেন্টারে পানীয় জল, খাবারের মান ও পরিষেবা নিয়ে প্রশ্ন তুলেছিলেন।
এই কোভিড কেয়ার সেন্টারটি পরিদর্শনে আসেন দক্ষিণ জেলার নূতন জেলাশাসক ডক্টর শৈলেশ কুমার যাদব, সিএমও জগদীশ নমঃ সহ অন্যান্য আধিকারিকরা। এখন দেখার বিষয়, দক্ষিণ জেলা শাসকের পরিদর্শনের পরে এই কোভিড কেয়ার সেন্টারটির পরিষেবার মানে কি পরিবর্তন আসে?