জলের ট্যাঙ্কের সেন্টারিংয়ের কাঠ খুলতে গিয়ে দমবন্ধ হয়ে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু উদয়পুরে

স্টাফ রিপোর্টার, উদয়পুর, ২৩ মে।। নির্মান কাজ করতে গিয়ে আজকে সকাল দশটা নাগাদ গোমতী জেলার অন্তর্গত উদয়পুর রাধাকিশোরপুর থানার অন্তর্গত বন্দোয়ার ২নং ফুলকুমারী এলাকার দুইজন নির্মাণ শ্রমিক হারাধন চক্রবর্তী(৫০ )এবং জাহাঙ্গীর হোসেন (৩৮), নতুন জলের ট্যাংকের সেন্টারিং পরিষ্কার করতে গিয়ে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়েন ।

ঘটনা একই থানার অন্তর্গত উদয়পুর সোনামুড়া চৌমূহনী এলাকায় । সোনামুড়া চৌমূহনী এলাকার সব্জি ব্যবসায়ী হারাধন সাহা এক মাস আগে ওনার বাড়িতে নতুন জলের ট্যাংকের জন্য সেন্টারিং করে ঢালাইয়ের ব্যবস্থা করেন। আজ নির্মান শ্রমিক (রাজ মিস্ত্রি ) সর্দার জীবন দেবনাথ জাহাঙ্গীর হোসেন ও হারাধন চক্রবর্তী নামে দুইজন নির্মান শ্রমিককে হারাধন সাহার বাড়িতে পাঠিয়েছেলে সেন্টারিং-এর কাঠ ও বাঁশ খোলার জন্য ।

প্রথমে তাদের মধ্যে একজন নতুন জলের ট্যাংকের নীচে নামার কিছুক্ষণের মধ্যেই শ্বাসকষ্ট শুরু হাওয়ায় জলের ট্যাংকের ভেতর থেকে দ্বিতীয় ব্যক্তিকে (যিনি উপরে ছিলেন ) সাহায্য করার জন্য বললে , দ্বিতীয় ব্যক্তি প্রথম ব্যক্তিকে সাহায্য করতে নীচে নামার সাথে শ্বাসকষ্ট উপভোগ করতে থাকেন ।

এই ঘটনা জানাজানি হতেই স্থানীয় মানুষ উদয়পুর অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীদের খবর দেওয়ার সাথে সাথে অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা অক্সিজেন হেলমেট ব্যবহার করে নীচে নেমে দুই নির্মান শ্রমিককে উদ্ধার করে গোমতি জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার ওনাদের মৃত বলে ঘোষনা করেন ।

পরবর্তীতে ময়নাতদন্ত র পর উভয়কেই নিকট আত্মীয়ের হাতে তুলে দেওয়া হয়। এই দুই শ্রমিকের মৃত্যুতে গোটা উদয়পুর সহ বন্দোয়ার এলাকায় ও নির্মান শ্রমিকদের মধ্যে উৎকন্ঠা ও শোকের ছায়া নেমে এসেছে ।

প্রশ্ন উঠেছে নতুন জলের ট্যাংকের কীভাবে এই মৃত্যুর ঘটনা ঘটলো ? গোমতী জেলা কনস্ট্রাকশন লেবার ইউনিয়ন (নির্মাণ শ্রমিক সংঘ) এবং ভারতীয় মজদুর সংঘের পক্ষ থেকে উনাদের আত্মার সদগতি কামনা করেন এবং মৃত দুই পরিবার যাতে সরকারী সাহায্য পেতে পারে তার জন্য সরকারি আধিকারিকদের অনুরোধ করবেন বলে জানানো হয়েছে ।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?