স্টাফ রিপোর্টার, আগরতলা, ২৪ মে।। কোভিড সংক্রান্ত বিষয় নিয়ে সোমবার হাইকোর্টে জনস্বার্থ মামলা গৃহীত হয়েছে। আইনজীবী ভাস্কর দেববর্মা জনস্বার্থ মামলা দায়ের করেছেন। রাজ্যেও করোণা আক্রান্তের সংখ্যা দিন দিন বেড়ে চলেছে।
তাতে মানুষের মধ্যে উদ্বেগ-উৎকণ্ঠা বৃদ্ধি পাচ্ছে। দেশের বিভিন্ন রাজ্যে উপযুক্ত চিকিৎসার অভাবে বহু মানুষের প্রাণহানি ঘটে চলেছে। বিশেষ করে সংকট কালে অক্সিজেনের অভাব পরিস্থিতিকে জটিল করে তুলেছে।
ত্রিপুরা রাজ্য যেহেতু করোনা আক্রান্তের সংখ্যা দিনের পর দিন বৃদ্ধি পেয়ে চলেছে সেহেতু রাজ্যের পরিস্থিতি মোকাবেলার জন্য কি কি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে সে বিষয়ে জানতে চেয়ে হাইকোর্টে সোমবার জনস্বার্থ বিষয়ক এক রিট পিটিশনে শুনানি হয়। হাইকোর্টের প্রধান বিচারপতি এ কে কুরেশি এবং বিচারপতি শুভাশিস তলাপাত্র ডিভিশন বেঞ্চে জরুরী ভিত্তিতে জনস্বার্থ বিষয়ক এই মামলাটি শুনানির জন্য উঠে।
আদালত এই মামলার শুনানিকালে করোণা পরিস্থিতি মোকাবেলার জন্য রাজ্য সরকার কি কি ব্যবস্থা গ্রহণ করেছে সে সম্পর্কে এক সপ্তাহের মধ্যে আদালতে হলফনামা জমা দিতে নির্দেশ দিয়েছে। মামলাটি পরিচালনা করছেন আইনজীবী রুবেলা গুহ। এ বিষয়ে তিনি বিস্তারিত তথ্য জানান।
রাজ্যে করোনা পরিস্থিতি মোকাবেলার জন্য রাজ্য সরকারের কাছে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য জোরালো দাবি জানানো হয়েছে। রাজ্য সরকার আদালতে হলফনামা জমা দিলেই জানা যাবে করোনা মোকাবেলার জন্য অক্সিজেনের মজুদ সহ অন্যান্য পরিকাঠামো রয়েছে কিনা।