পুলিশের গোয়েন্দা চরিত্রে অল্প সময়ের জন্য পর্দায় হাজির হবেন স্পেসি

অনলাইন ডেস্ক, ২৪ মে।। কয়েক বছর আগে কেভিন স্পেসির বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ ওঠে। ‘মিটু’ আন্দোলনের রমরমা সেই সময়ে আড়ালে যেতে বাধ্য হন অস্কার বিজয়ী অভিনেতা। সম্প্রতি যুক্ত হলেন নতুন সিনেমা।

প্রথমে বড় চরিত্রের কথা শোনা গেলেও ভ্যারাইটি ডটকম জানাচ্ছে, পুলিশের গোয়েন্দা চরিত্রে অল্প সময়ের জন্য পর্দায় হাজির হবেন স্পেসি। মূল চরিত্রে থাকবেন ছবির নির্মাতা ফ্রাঙ্কো নিরো।

এর আগে এবিসি নিউজ জানায়, ‘দ্য ম্যান হু ড্র গড’ নামের ওই সিনেমায় পরিচালক নিরোর স্ত্রী ভ্যানেসা রেডগ্রাভের বিপরীতে অভিনয় করবেন ‘আমেরিকান বিউটি’ অভিনেতা।

নিরো বলেন, এ ছবিতে কেভিন রাজি হওয়ায় আমি খুবই খুশি। তিনি অসাধারণ অভিনেতা, তার সঙ্গে কাজ করার জন্য তর সইছে না।

২০০৫ সালে ‘ফরএভার ব্লুস’ নামের সিনেমা নির্মাণ করেন নিরো। এরপর তাকে ‘জ্যাঙ্গো আনচেইনড’, ‘ডাই হার্ড টু’ ও ‘জন উইক: চ্যাপটার টু’র মতো বিখ্যাত সিনেমায় অভিনেতা হিসেবে দেখা যায়।

২০১৮ সালের জুলাইয়ে কেভিন স্পেসির বিরুদ্ধে অভিযোগ তোলেন এক ম্যাসাজ থেরাপিস্ট। জানান, ২০১৬ সালে তার কাছে ম্যাসাজ নিতে যান কেভিস স্পেসি। যখন তিনি ম্যাসাজ দিচ্ছিলেন, তখন স্পেসি অভিযোগকারীকে চুমু দেওয়ার চেষ্টা করেন। এমনকি দেহের স্পর্শকাতর স্থান স্পর্শ করেন।

এর আগে ২০১৭ সালে আরেক অভিনেতা অ্যান্টনি রেপ প্রথম কেভিন স্পেসির বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ আনেন। সেটা নাকি ১৯৮৬ সালের ঘটনা। তখন রেপের বয়স ছিল মাত্র ১৪ ও স্পেসির ২৬ বছর। এরপর ১৫ জন কেভিন স্পেসির বিরুদ্ধে নিজেদের যৌন হয়রানির অভিজ্ঞতা বর্ণনা করেন।

যাদের ৮ জনই ছিলেন ‘হাউস অব কার্ডস’ টিভি শোর সেটের কর্মী ও শিল্পী। কিন্তু এই ১৬টি অভিযোগের কোনোটি আদালতে প্রমাণিত হয়নি। তবে কেভিন স্পেসি ২০১৭ সালেই অ্যান্টনি রেপের কাছে ক্ষমা চান। এ ছাড়া আরও অভিযোগ উঠলেও পরে অভিযোগকারী প্রত্যাহার করে নেন।

তবে কেভিন স্পেসির বিরুদ্ধে অভিযোগকারীদের সবাই ছিলেন পুরুষ। এ সব অভিযোগের পর নেটফ্লিক্সের ‘হাউস অব কার্ডস’ সিরিজসহ একাধিক সিনেমা থেকে বাদ পড়েন অভিনেতা।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?