শান্তিরবাজারে পরিশ্রুত পানীয় জলের দাবীতে পথ অবরোধ করলেন এলাকাবাসী

স্টাফ রিপোর্টার, শান্তিরবাজার, ২৪ মে।। দক্ষিণ ত্রিপুরা জেলার শান্তিরবাজার মহকুমার উত্তর তাকমা পঞ্চায়েতের কড়ইচন্দ্র পাড়ায় পানীয় জলের দাবিতে পথ অবরোধ করলো এলাকাবাসী।

শান্তির বাজার মহকুমার অন্তর্গত উত্তর তাকমা পঞ্চায়েতের অধীনে কড়ইচন্দ্র পাড়ার লোকজনেরা দীর্ঘ দিন যাবৎ পানীয় জলের সমস্যায় ভূগছেন। দীর্ঘ অনাবৃষ্টির ফলে এলাকার পানীয় জলের উৎস গুলি শুকিয়ে গেছে। জলকষ্ট চরম আকার ধারণ করেছে। অবশেষে বাধ্য হয়ে পানীয় জলের দাবিতে হাতে কলস নিয়ে এলাকার রাস্তা অবরোধ করেন গ্রামের মহিলারা।

পাম্প অপারেটারের নিকট জল না আসার কারন জানতে চাইলে পাম্প অপারেটর এলাকাবাসীর সঙ্গে দুর্ব্যবহার করে বলে অভিযোগ। এলাকাবাসী জানান, তারা পরিস্রুত পানীয়়় জল পাচ্ছেন না । অপরিশোধিত জল পান করে জলবাহিত নানা রোগে তারা আক্রান্ত হচ্ছেন।জলের মধ্যে অসখ্য আয়রন রয়েছে বলে তারা অভিযোগ করেন।

এলাকাবাসীর অভিযোগ ,ভোটের সময় এলাকার বিধায়ক প্রমোদ রিয়াং প্রতিনিয়ত ভোটের জন্য এলাকাবাসীর নিকট ছুটে যেতেন। অথচ বর্তমানে এলাকাবাসীর অসুবিধার কথা জানতে পেরেও বিধায়ক একটি বারের জন্যও এলাকায় আসছেন না ।অবশেষে ধৈর্যের বাঁধ ভাঙ্গার পর সোমবার সকালবেলা এলাকায় পথ অবরোধে বসে গ্রামের মহিলারা।

এখন দেখার বিষয় এলাকাবাসীদের বিশুদ্ধ পানীয় জল পৌঁছে দিতে দপ্তর কি পদক্ষেপ গ্রহন করে। পরিস্রুত পানীয় জলের ব্যবস্থা করা না হলে তারা আরও বৃহত্তর আন্দোলনে সামিল হবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?