স্টাফ রিপোর্টার, উদয়পুর, ২৪ মে।। সোমবার সকালে আগরতলা সাব্রুম জাতীয় সড়কে উদয়পুরে ডন বসকো স্কুল সংলগ্ন এলাকায় একটি পণ্যবাহী বোলেরো গাড়ির ধাক্কায় বাইসাইকেল নিয়ে ছিটকে পড়ে গুরুতরভাবে আহত হয়েছে এক শ্রমিক।
ভয়াবহ যান দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে সুমন দাস নামে বয়স ৩৫ এর এক যুবক। ঘটনা সোমবার, আগরতলা-সব্রুম জাতীয় সড়কে ডনবক্স স্কুল সংলগ্ন এলাকায়।
ঘটনার বিবরণে জানা যায়,সোমবার সকালে সুমন দাস নামে ওই যুবক কাজে যাওয়ার উদ্দেশ্যে তার বাই সাইকেল নিয়ে বের হয়।ঠিক তখনই ডন বক্স স্কুল সংলগ্ন এলাকায় আসতেই দ্রুতগতিতে আসা টিআর০৩জে১৫৩৯ নম্বরের একটি মালবাহী বুলেরো গাড়ি তাকে সজোরে ধাক্কা দেয়।এতে গুরুতর আহত হয় সুমন দাস। তৎসঙ্গে দুমড়ে-মুচড়ে যায় তার বাইসাইকেলটি।
এই ঘটনা প্রত্যক্ষ করে কর্তব্যরত এক টি.এস.আর জোয়ান তৎক্ষণাৎ খবর দেয় উদয়পুর দমকল বাহিনীর কর্মীদের।সঙ্গে সঙ্গে উদয়পুর দমকল বাহিনীর কর্মীরা ছুটে এসে গুরুতর আহত অবস্থায় সুমন দাসকে গোমতী জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তার অবস্থা আশঙ্কাজনক দেখে সঙ্গে সঙ্গেই তাকে জি.বি হাসপাতালে স্থানান্তরিত করে দেন।
এদিকে প্রত্যক্ষদর্শীদের অভিমত নবনির্মিত আট নং জাতীয় সড়কটিতে বহুদিন ধরে বড় বড় গর্তে পরিণত হয়ে থাকার ফলেই এই দুর্ঘটনা। রাধা কিশোর পুর থানার পুলিশ গাড়ি এবং বাইসাইকেলটি আটক করে থানায় নিয়ে যায়।মুহূর্তেই চাঞ্চল্য ছড়ায় এলাকায়।