বাবা হওয়ার এক বছর পর বিয়ের ঘোষণা দিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন

অনলাইন ডেস্ক, ২৪ মে।। সামনের বছর জুলাইতে বাগদত্তা ক্যারি সাইমন্ডসকে বিয়ে করতে যাচ্ছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। ব্রিটেনের ট্যাবলয়েড পত্রিকা দ্য সান জানিয়েছে, জনসন ইতিমধ্যে বিয়ের কার্ড বিলি শুরু করেছেন।

২০১৯ সালের শেষ দিকে আংটিবদল করেন জনসন। এরপর ২০২০ সালের এপ্রিলে করোনার ভয়াবহ প্রাদুর্ভাবের সময় তার ছেলে সন্তানের জন্ম হয়। জনসনের এটি তৃতীয় বিয়ে। সাইমন্ডসের প্রথম।

সাইমন্ডস দীর্ঘদিন ধরে জনসনের রাজনৈতিক সতীর্থ। ২০১২ সালে তাকে লন্ডনের মেয়র হিসেবে জিতিয়ে আনার প্রচারণায় নেতৃত্ব দেন।

জনসন প্রথম বিয়ে করেন ১৯৮৭ সালে, অ্যালেগ্রা মোস্তিন-ওভেন নামের এক নারীকে। সেই বিয়ে স্থায়ী হয় ১৯৯৩ সাল পর্যন্ত।

পরে বিয়ে করেন ভারতীয় বংশোদ্ভূত মেরিনা হুইলারকে। গত বছর মে মাসে মেরিনাকে ডিভোর্স দেন তিনি।

ব্রিটেনে প্রধানমন্ত্রী হিসেবে সবশেষ ডিভোর্স পান ডিউক অব গ্রাফটন অগাস্টাস ফিটজরয়, সেটা ১৭৬৯ সালের কথা।

জনসনের বিয়ের অনুষ্ঠান কোথায় হবে, সে বিষয়ে কোনো তথ্য দিতে পারেনি দ্য সান। তবে একটি সূত্র ইঙ্গিত দিয়েছে, ইতালিতে হতে পারে। সেখানে সাইমন্ডসের আত্মীয়রা থাকেন।

কার্ডে ৩০ জুলাইয়ের কথা বলা হয়েছে। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এ বিষয়ে অবশ্য এখনো কিছু বলা হয়নি।

 

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?