এলাকায় চোরের দৌরাত্ম্য, পুলিশের ওপর ভরসা হারিয়ে রাতজেগে পাহারা দেবে স্থানীয় জনগণ

স্টাফ রিপোর্টার, কদমতলা, ২৪ মে।। নাইট কারফিউতে পৃথক পৃথক দুটি ঐতিহ্যবাহী মন্দিরে নিশিকুটুম্বদের হানা। মন্দিরে দানবাক্সের তালা ভেঙ্গে নগদ অর্থ সহ মন্দিরের দামি আসবাব পত্র নিয়ে যায় চোরের দল। ঘটনা কদমতলা থানাধীন কদমতলা গ্রাম পঞ্চায়েতের নরসিংহ বাড়ি ও সন্ন্যাসী বাড়ি আশ্রমে।

কদমতলা পুলিশের লোক দেখানো বরং। ঘটনার বিবরণে প্রকাশ, সম্প্রতি করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউয়ে যখন দেশের সাথে প্রান্তিক রাজ্য ত্রিপুরা রাজ্য কঠিন পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে। সেই সময় কেন্দ্র ও রাজ্য সরকার বিভিন্ন বিধি নিষেধ জারি করেছে। পাশাপাশি গত ১৯ মে থেকে রাজ্য ব্যাপী নাইট কারফিউ জারি করেছে রাজ্য সরকার।

সেই নাইট কারফিউ শুরু হওয়ার পর নিশিকুটুম্বদের উৎপাত মাত্রাধিক ভাবে বেড়েছে। প্রতিদিন গৃহস্থের ঘর সহ দোকানপাট ও ধর্মীয় প্রতিষ্ঠান বাদ যাচ্ছেনা চোরের হাত থেকে।তবে অধিকাংশ ক্ষেত্রে নাইট কারফিউতে পুলিশি নিরাপত্তা প্রশ্ন চিহ্নের মুখে।তেমনি গতকাল গভীর রাতে উত্তর জেলার কদমতলা থানাধীন কদমতলা গ্রাম পঞ্চায়েতের ঐতিহ্যবাহী নরসিংহ বাড়ি ও সন্যাসী বাড়ি আশ্রমে তান্ডব চালায় চোরের দল।

দুটি মন্দিরে থাকা ৬ টি প্রনামি বাক্সের তালা ভেঙ্গে প্রচুর পরিমানে নগদ অর্থ সহ দামি আসবাবপত্র নিয়ে যায় চোরের দল।আজ সাজ সকালে স্হানীয় লোকজন মন্দিরের দরজার তালা ভাঙ্গা ও প্রনামির বাক্স ভাঙ্গা দেখে কদমতলা থানায় খবর দেন।কদমতলা থানার পুলিশ লোক দেখানোর নামে চুরি যাওয়া দুটি আশ্রম পরিদর্শন করলেও চোরের কোন হদিস পায়নি।

তবে স্হানীয়দের বক্তব্য,নাইট কারফিউ জারি হওয়ার পর থেকে পুলিশ রাতের টহলদারি লাঠে তুলেছে।তাই গোটা কদমতলা এলাকায় স্হানীয় জনগন চোরের আতঙ্কে দিন কাটাচ্ছেন।স্হানীয়রা কদমতলা থানার পুলিশের উপর অসন্তুষ্ট হয়ে আজ থেকে ঐ দুটি এলাকায় পাহাড়া শুরু করবেন বলেও জানান স্হানীয় জনগণ।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?