অনলাইন ডেস্ক, ২৪ মে।। পিএসজিকে হতাশ করে ফরাসি লিগ ওয়ানে শিরোপা জিতল লিল। রবিবার শেষ রাউন্ডের ম্যাচে অঁজেকে তাদেরই মাঠে ২–১ গোলে হারিয়ে ১০ বছর পর ফ্রেঞ্চ লিগের মুটুক পড়ল দলটি। সবমিলে এটি তাদের চতুর্থ শিরোপা।
আগের তিন মৌসুমের চ্যাম্পিয়ন পিএসজি লিলের চেয়ে এক পয়েন্ট পিছিয়ে থেকে শিরোপা হারিয়েছে।
শেষ রাউন্ডে তারাও জিতেছে। ব্রেস্তকে তারা হারিয়েছে ২–০ গোলে। তবে লিল পয়েন্ট হারালে তারা শিরোপা পেত। কিন্তু তেমন নাটকীয় কিছু হয়নি।
লিলের জয়ের ম্যাচে গোল করেন কানাডার ফরোয়ার্ড জোনাথন ডেভিড ও তুর্কি ফরোয়ার্ড বুরাক ইলমাজ।
দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে দ্বিতীয় মিনিটে ফুলগিনি ব্যবধান কমালে ক্ষণিকের জন্য উত্তেজনা ছড়ায়। শেষ পর্যন্ত অবশ্য লিলের শিরোপা উৎসবে বাধা হতে পারেনি তা।
৩৮ ম্যাচে ২৪ জয় ও ১১ ড্রয়ে ৮৩ পয়েন্ট নিয়ে লিগ শেষ করল লিল। আর ২৬ জয় ও ৪ ড্রয়ে ৮২ পয়েন্ট নিয়ে শেষ করল পিএসজি।
লিল–পিএসজি সঙ্গে ফ্রেঞ্চ লিগ থেকে তৃতীয় দল হিসেবে চ্যাম্পিয়নস লিগের জায়গা করে নিয়েছে মোনাকো। শেষ ম্যাচে লাঁসের সঙ্গে গোলশূন্য ড্র করা মোনাকো অবশ্য খেলব চ্যাম্পিয়নস লিগের তৃতীয় কোয়ালিফাইং রাউন্ডে।
ইউরোপা লিগে খেলবে চতুর্থ ও পঞ্চম হওয়া দুই দল লিওঁ ও মার্সেই। আসর থেকে অবনমন হয়েছে পয়েন্ট তালিকার ১৯ নম্বর নিম ও ২০ নম্বর দল দিজোঁর।