স্টাফ রিপোর্টার, আগরতলা, ২৪ মে।। নাগিছড়াস্থিত সরকারি রাবার উড ফ্যাক্টরিতে করোনা আক্রান্ত হয়েছেন অন্তত আটজন শ্রমিক। কিন্তুুু তারপরও হেলদোল নেই দায়িত্বপ্রাপ্ত কর্তৃপক্ষের। তীব্র আতঙ্কের মধ্য দিয়ে দায়িত্ব পালন করে চলেছেন কর্মীরা।
রাজধানী আগরতলা শহরের অনতিদূরে অবস্থিত নাগিছড়া টিএফডিপিসি অফিস। এখানে গড়ে উঠেছে রাজ্যের একমাত্র রাবার উড ফ্যাক্টরি। অফিসার, সরকারি কর্মচারী, বেসরকারি নিরাপত্তাকর্মী, কার্পেন্টার , শ্রমিকসহ টিএফডিপিসিতে তিনশত কর্মী কাজ করেন। গুরুত্বপূর্ণ এই স্থানটিতে এখনো পর্যন্ত আট জন করোনা আক্রান্ত হয়েছেন।
আশ্চর্যের বিষয় হলো আটজন করোনা আক্রান্ত হওয়ার পরও কেন্দ্রটি আপাতত বন্ধ রাখার কোন সার্কুলার জারি হয়নি। স্বাভাবিক কারণেই তীব্র আতঙ্কের মধ্যে কাজ করতে আসেন কর্মীরা। জানা গেছে এখনো পর্যন্ত বড়জোর ত্রিশ জনকে করোনা টেস্ট করানো হয়েছে। এর মধ্যে আটজন করোনা পজেটিভ। অন্যান্যদের এখনো পর্যন্ত করোনা টেস্ট করানো হয়নি।
ফলে তীব্র আতঙ্ক বিরাজ করছে। তীব্র আতঙ্কের মধ্যেও যারা কাজ করতে এসেছেন তারা অভিযোগ করেছেন এই কেন্দ্রটিতে স্যানিটাইজার কোন ব্যবস্থা নেই। অবিলম্বে দায়িত্বপ্রাপ্ত কর্তৃপক্ষকে সার্কুলার জারি করে অফিস আপাতত বন্ধ রাখার জন্য দাবি জানিয়েছেন অনেকেই।
অবিলম্বে নাগিছড়া রাবার উড ফ্যাক্টরি বন্ধ রাখার প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা না হলে করোনা ভাইরাস সংক্রমণ যেকোনো সময় যেকোনো কর্মীর প্রাণ কেড়ে নিতে পারে। এ জন্য দায়িত্বপ্রাপ্ত কর্তৃপক্ষ কিন্তু দায় এড়াতে পারবেন না। এখন দেখার বিষয় কর্তৃপক্ষ কি ব্যবস্থা গ্রহণ করেন।