কারফিউ চলাকালে একাংশ জনতার বেপরোয়া মনোভাবে কালঘাম ঝরছে পুলিশের

স্টাফ রিপোর্টার, আগরতলা, ২৪ মে।। কারফিউ অমান্য করে রাজপথে এবং দোকানপাটে মানুষের ভিড় দিন দিন বেড়ে চলেছে। পরিস্থিতি সামাল দিতে গিয়ে পুলিশকে রীতিমতো হিমশিম খেতে হচ্ছে। করোণা ভাইরাস সংক্রমনের বাড়বাড়ন্ত নিয়ন্ত্রণে আনার লক্ষ্যে রাজ্য সরকার আগরতলা পুরনিগম এলাকায় দিন রাত চব্বিশ ঘন্টা কারফিউ জারি করেছে।

রাজ্যের অন্যান্য স্থানে সন্ধ্যা ছয়টা থেকে ভোর পাঁচটা পর্যন্ত কারফিউ জারি রয়েছে। লক্ষণীয় বিষয় হল একাংশের মানুষজন বিনা প্রয়োজনে বাড়ি ঘর থেকে বের হয়ে যাচ্ছেন। বেপরোয়াভাবে গাড়ি, অটো, টমটম ,বাইক, স্কুটি নিয়ে রাস্তায় বের হচ্ছেন। পরিস্থিতি সামাল দেওয়া রীতিমতো কষ্টকর হয়ে উঠেছে।

প্রশাসনের তরফ থেকে জারি করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল জরুরী পরিষেবার সঙ্গে যুক্ত লোকজন ছাড়া অন্যান্যদেরকে বিনা প্রয়োজনে রাস্তায় বের না হওয়ার জন্য। জনগণের জাতীয় অসুবিধে না হয় সে জন্য নিত্য প্রয়োজনীয় সামগ্রী মাছ মাংস সবজি ইত্যাদির দোকান নির্ধারিত সময় পর্যন্ত খোলা রাখার অনুমতিও দেওয়া হয়েছে।

কিন্তু সরকারি নির্দেশ কে তোয়াক্কা না করে একাংশের মানুষ বেপরোয়াভাবে রাস্তাঘাটে এবং দোকানপাটে ভিড় জমাচ্ছেন। পরিস্থিতি সামাল দিতে নাকানি-চুবানি খেতে হচ্ছে পুলিশকে। কারফিউর অষ্টমদিনে রাজধানী আগরতলা শহরে দেখা গেছে মানুষ যেন কারফিউকে তোয়াক্কাই করছে না।

পুলিশ অবশ্য কিছু কিছু ক্ষেত্রে যানবাহন আটক করে জরিমানা আদায় করে চলেছে। অবৈধভাবে যে সব দোকানপাট খোলা হচ্ছে সেইসব দোকান মালিকদের কাছ থেকেও জরিমানা আদায় করছে পুলিশ।

পরিস্থিতি এমন এক পর্যায়ে এসে দাঁড়িয়েছে পুলিশের পক্ষে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা খুবই কষ্টকর। এই ভয়ঙ্কর সংকটের মুখে মানুষ যদি সচেতন না হয় তাহলে শুধুমাত্র আইন প্রয়োগ করে পরিস্থিতি স্বাভাবিক রাখা কোনদিনই সম্ভব হবে না।

 

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?