স্টাফ রিপোর্টার, তেলিয়ামুড়া, ২৩ মে।। বাড়ির রাস্তা নিয়ে ঝামেলা দুই পরিবারের। প্রশাসনের হস্তক্ষেপে নিস্পত্তি। ঘটনা তেলিয়ামুড়া থানাধীন লক্ষিপুর গ্রাম পঞ্চায়েতের অধিনে মিহারানীপুর এলাকায়।
ঘটনার বিবরণে জানা যায় দীর্ঘদিন যাবৎ মহারাণীপুর এলাকার বাসিন্দা দুলাল বর্মন ও প্রাণতোষ সরকারের পরিবারের মধ্যে রাস্তা নিয়ে ঝামেলা চলছিল। এ নিয়ে স্থানীয় লক্ষিপুর পঞ্চায়েতে নিস্পত্তি করার জন্য কয়েক দফায় সভাও করাহয়।
অভিযোগ প্রান্তোস সরকার তার বাড়ির জায়গা থেকে বেরিয়ে আসার রাস্তায় দুলাল বর্মন এর পরিবার বাধা দেয় এবং বাশের তৈরি একটি বেড়া দিয়ে দেয়। এতে যাতায়াতে বাধাপ্রাপ্ত হন প্রাণতোষ সরকারের পরিবার। বাধাপ্রাপ্ত হয়ে প্রাণতোষ সরকারের পরিবার দুলাল বর্মনের পরিবারের সদস্যদের রাস্তা খুলে দিতে বললে দুই পরিবারের মধ্যে বাক বিতন্ডা শুরু হয়।
বাধ্য হয়ে প্রাণতোষের পরিবার পুলিশে খবর দেন। পুলিশ এসে ঝামেলার নিস্পত্তি করতে না পেরে খবর দেওয়া হয় মহকুমা শাসক অফিসে। খবর পেয়ে ছুটে আসেন ডি সি এম দেবপ্রিয়া দাস। পরে ডিসি এমের উপস্থিতিতে রাস্তা খুলে দেওয়া হয়।
ডি সি এম দেবপ্রিয়া দাস জানান, সরকারি জায়গায় বাঁশের ফেন্সিং তুলে দিয়ে রাস্তা উন্মুক্ত করে দেয়া হয়েছে এবং উভয় পরিবারকে জানিয়ে দেওয়া হয় তাদের কোন বক্তব্য থাকলে মহকুমা শাসকের অফিসে জানলে আইননানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।