অনলাইন ডেস্ক, ২৪ মে।। ইউরোর জন্য স্পেনের চূড়ান্ত দল ঘোষণা করলেন দলটির কোচ লুইস এনরিকে। বড় খবর- অধিনায়ক সার্জিও রামোসকে বাদ দিয়েই দল সাজিয়েছেন তিনি।স্কোয়াডে ২৬ জন রাখার অনুমতি থাকলেও এনরিকে ২৪ জন নিয়ে চূড়ান্ত দল সাজিয়েছেন। যেখানে শুধু রামোস নন, রিয়াল মাদ্রিদের কেউই ডাক পাননি।
হাঁটুর চোটের কারণে রিয়াল মাদ্রিদের হয়ে এ বার মাত্র পাঁচ ম্যাচ খেলেছেন রামোস। তবে ভিয়ারিয়ালের বিপক্ষে জিনেদিন জিদান রামোসকে দলে রাখায় আশা করা হয়েছিলেন স্পেনের দলেও তিনি সুযোগ পাবেন। কিন্তু সে রকম কিছু হলো না।
২০ বছরের ম্যানচেস্টার সিটির সেন্টার ব্যাক এরিক গার্সিয়া পুরো মৌসুম ধরে মাত্র ১২টি ম্যাচ খেলেছেন। তাকেও দলে রেখেছেন এনরিকে। আবার গার্সিয়ার ম্যান সিটিরই সতীর্থ এমেরিক লাপোর্তে চোট সমস্যায় জেরবার। তবুও তিনি দলে সুযোগ পেয়েছেন। কিন্তু জায়গা হয়নি রামোসের।
এনরিকে বলেছেন, ‘রামোসকে নিয়ে আমি যে সিদ্ধান্তই নিতাম, তাতেই বিতর্ক হতো। আমি জানি, আমি কী করেছি। আর সংবাদমাধ্যমের বিরোধিতার মুখোমুখি হতে আমি প্রস্তুত।’
স্পেনের ইউরো স্কোয়াড:
গোলকিপার:
উনাই সিমন (অ্যাথলেটিক বিলবাও), দাভিদ দে হেয়া (ম্যানচেস্টার ইউনাইটেড), রবার্ট সানচেজ (ব্রাইটন)।
রক্ষণভাগ:
হোসে গায়া (ভ্যালেন্সিয়া), জর্দি আলবা (বার্সেলোনা), পাউ তোরেস (ভিয়ারিয়াল), এমেরিক লাপোর্তে (ম্যানচেস্টার সিটি), এরিক গার্সিয়া (ম্যানচেস্টার সিটি), দিয়েগো ইয়োরন্তে (লিডস), আজপিলিকেতা (চেলসি)।
মধ্যমাঠ:
মার্কাস ইয়োরন্তে (আতলেতিকো মাদ্রিদ), সের্হিও বুসকেতস (বার্সেলোনা), রদ্রি (ম্যানচেস্টার সিটি), থিয়াগো (লিভারপুল), কোকে (আতলেতিকো), ফ্যাবিয়ান রুইজ (নাপোলি)।
ফরোয়ার্ড:
দানি ওলমো (লাইপজিগ), মিকেল ওয়ারসাবালা (সোসিয়েদাদ), জেরার্দ মরেনো (ভিয়ারিয়াল), আলভারো মোরাতা (জুভেন্টাস), ফেরান তোরেস (ম্যানচেস্টার সিটি), আদামা ত্রায়োরে (উলভারহ্যাম্পটন), পাবলো সারাবিয়া (পিএসজি)।