ঘনিয়ামারায় এক নিরীহ পরিবারের জায়গা জবরদখল করে রাস্তা তৈরির চেষ্টা

স্টাফ রিপোর্টার, বিশালগড়, ২৪ মে।। বিশালগড় থানার ঘনিয়ামারা গ্রাম পঞ্চায়েতে এক নিরীহ পরিবারের জায়গা জবরদখল করে রাস্তা তৈরির চেষ্টা চালাচ্ছে শাসকদলের নেতারা। বাহুবল প্রদর্শন করেই বাড়ির জায়গা জবরদখল করার চেষ্টা করা হয় বলে অভিযোগ।

বিশালগড় থানার অন্তর্গত ঘনিয়ামারা গ্রাম পঞ্চায়েতের তিন নম্বর ওয়ার্ডের গৌরাঙ্গ দাসের বাড়ির জায়গা জোরপূর্বক দখল করে রাস্তা তৈরি করার অভিযোগ উঠল ঘনিয়ামারা তিন নং ওয়ার্ডের চার জন বিজেপি নেতার বিরুদ্ধে।

অভিযোগ শাসক দলের নেতা স্বপন দাস, কৃষ্ণ দাস, রবীন্দ্র দাস, নুকুল দাস শাসক দলের দাপট খাটিয়ে এলাকার শ্রমিক পরিবার গৌরাঙ্গ দাসের বাড়ির জায়গা দখল করে রাস্তা তৈরির চেষ্টা করছে। রাস্তা তৈরির জন্য জায়গা জবরদখল করার করে গৌরাঙ্গ দাসের বাড়ির সমস্ত গাছপালা কেটে তছনছ করে দেওয়া হয়েছে।

শাসক দলের নেতাদের বিরুদ্ধে এমনটাই অভিযোগ করেছেন গৌরাঙ্গ দাস। এই চার অভিযুক্তের বিরুদ্ধে গৌরাঙ্গ দাস বিশালগড় থানায় মামলা দায়ের করেন। এ নিয়ে ঘনিয়ামাড়া তিন নং ওয়ার্ডে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। বর্তমানে চারজন শাসকদলের বিরুদ্ধে মুখ খোলার সাহস পাচ্ছেন না এলাকার মানুষজন।

শাসকদলীয় নেতাদের বিরুদ্ধে মামলা করায় সোমবার সকালে চার বিজেপি নেতা ধারালো অস্ত্র নিয়ে তাকে প্রাণে মেরে ফেলার হুমকি দেয় বলে অভিযোগ করেন গৌরাঙ্গ দাস। গৌরাঙ্গ দাসের বাড়ি তছনছ করার ফলে এক প্রকার হতবাক হয়ে যান হতদরিদ্র গৌরাঙ্গ দাস।

শাসক দলের নেতাদের এহেন কার্যকলাপ সংবাদ মাধ্যমের সামনে তুলে ধরলেন গৌরাঙ্গ দাস। ক্ষমতার অপব্যবহার করে যেভাবে জমি জবরদখল করে গাছপালা কেটে রাস্তা তৈরির চেষ্টা করা হয়েছে তাতে সংশ্লিষ্ট পরিবারের লোকজনরা তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। ঘটনার সুষ্ঠু তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তারা।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?