বাঁশ কাটাকে কেন্দ্র করে দুই পরিবারের রক্তারক্তি কান্ড, গুরুতর আহত উভয়পক্ষের চারজন

স্টাফ রিপোর্টার, কদমতলা, ২৪ মে।। ঝাড়ের বাঁশ কাটাকে কেন্দ্র করে দুই পরিবারের মারামারিতে গুরুতর আহত উভয়পক্ষের চারজন। উভয়ের তরফ থেকে কদমতলা থানায় অভিযোগ দায়ের। অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার অভিযুক্ত মনফর আলী। অপর অভিযুক্ত আকরম আলী জেলা হাসপাতালে চিকিৎসাধীন।

সাথে গুরুতর ভাবে আহত হন অপর পক্ষের শাশুড়ি সমরতা বিবি ও বৌমা।ঘটনা কদমতলা থানা এলাকার সরসপুর গ্রামে। ঘটনার বিবরণে প্রকাশ, উত্তর জেলার কদমতলা থানাধীন সরসপুর গ্রাম পঞ্চায়েতের তিন নম্বর ওয়ার্ডের বাসিন্দা সমর্বতা বিবি স্বামী মৃতঃ সমর আলীর দীর্ঘদিন থেকে উনার দুই দেবর মনফর আলী ও আকরাম আলীর মধ্যে জায়গা জমি নিয়ে বিবাদ চলছিলো।

দুই দেবরের মধ্যে আকরাম আলী ত্রিপুরা পুলিশের কনস্টেবল এবং অপরজন মনফর আলী জম্পুই ব্লকে চাকুরীরত।দীর্ঘদিন থেকে পৈত্রিক সম্পত্তি নিয়ে সমস্যা চলছিলো তিন ভাইয়ের মধ্যে। তাদের মধ্যে দুই ভাই প্রতাপশালী থাকায় বড় ভাই মৃত সমর আলীর পরিবারকে বঞ্চিত করে এবং জায়গা সম্পত্তি হাতিয়ে নেওয়ার চেষ্টা করছে বলেও অভিযোগ।

এ নিয়ে বহু বার পঞ্চায়েতি সালিশি সভার মাধ্যমে মিটমাট করার চেষ্টা করলেও দুই দেবর পঞ্চায়েতের আদেশ মানতে নারাজ। তা নিয়ে পূর্বেও থানাপুলিশ গড়িয়েছিলো। কিন্তু কোন সুরাহা হয়নি। অনুরূপ গতকাল দুপুরে অভিযুক্ত দুই ভাই মনফর আলী ও আকরম আলী মিলে মৃত বড় ভাইয়ের সীমানায় বাঁশ কাটতে গেলে বৌদি সমরতা বিবি বাধা প্রদান করেন। আর তাতেই বাধে বিপত্তি।

দুই দেবর আকরাম ও মনফর মিলে দা ও লাঠি দিয়ে এলোপাথাড়ি আঘাত করেন সমরতা বিবি ও উনার ছেলের বউকে,বলে তাদের অভিযোগ।সাথে অল্পবিস্তর আঘাত প্রাপ্ত হয় দুই দেবরও।পরে গুরুতরভাবে আহত শাশুড়ি ও বৌমা কদমতলা সামাজিক হাসপাতালে চিকিৎসা করান।সাথে দুই দেবরের বিরুদ্ধে কদমতলা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে কদমতলা থানার পুলিস ঘটনাস্থলে এসে মনফর আলীকে গ্রেপ্তার করে।

আজ ধৃতকে জেলা আদালতে প্রেরণ করেছে কদমতলা থানার পুলিশ। পাশাপাশি অপর অভিযুক্ত আকরাম আলী জেলা হাসপাতালে চিকিৎসাধীন থাকায় তাকে এখনো গ্রেপ্তার করনি পুলিস। এদিকে এলাকাবাসী জোরালো দাবি তুলেন, সমরতা বিবি ও উনার দুই দেবরের সম্পত্তির দীর্ঘদিনের সমস্যা নিরসন হউক।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?