স্টাফ রিপোর্টার, আগরতলা, ২৪ মে।। পশ্চিম ত্রিপুরা জেলা করোনা ক্রাইসিস ম্যানেজমেন্ট গ্রুপের গুরুত্বপূর্ণ বৈঠক সোমবার পশ্চিম জেলার জেলাশাসক অফিসের কনফারেন্স হলে অনুষ্ঠিত হয়। রাজ্যের কোভিড পরিস্থিতি নিয়ে এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয় সোমবার আগরতলা ডিএম অফিসে।
উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী রতন লল নাথ সহ , বিধায়ক রতন চক্রবর্তী, সুরজিৎ দত্ত, বৃষকেতু দেববর্মা, পশ্চিম জেলার জেলাশাসক, এন এইচ এমের মিশন ডাইরেক্টর,পশ্চিম ত্রিপুরা জেলার জেলা সভাধিপতি, জেলার পুলিশ সুপার, পুলিশ প্রশাসনের অধিকারীক সহ অন্যান্যরা। পশ্চিম জেলা করোনা ক্রাইসিস ম্যানেজমেন্ট গ্রুপের বৈঠকে বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনাা হয়।
সাংবাদিকদের মুখোমুখি হয়ে শিক্ষামন্ত্রী রতন লাল নাথ বলেন, ডিভাইন টাচ নামে একটি ক্লিনিক সেন্টার রাজ্যে প্রথম বারের মত বেসরকারিভাবে কোভিড কেয়ার সেন্টার গড়ে তোলার উদ্যোগ গ্রহণ করেছে। জিঞ্জার হোটেলে গড়ে উঠবে এই বেসরকারি কোভিড কেয়ার সেন্টার।
অপেক্ষাকৃত সুলভ মূল্যে রোগীরা পরিষেবা নিতে পারবেন। শিক্ষামন্ত্রী আরো জানান, এখন থেকে টাকার বিনিময়ে আগরতলা মেডিকেল কলেজ হাসপাতাল, আইজিএম হাসপাতাল এবং ত্রিপুরা মেডিকেল কলেজ হাসপাতালে ইচ্ছে করলে অ্যান্টিজেন টেস্ট করানো যাবে।
শিক্ষামন্ত্রী আরও জানান রাজ্যের বাজারগুলিতে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখার জন্য প্রশাসন কঠোর মনোভাব গ্রহণ করবে। মঙ্গলবার মন্ত্রিসভার বৈঠকে পশ্চিম জেলার করোণা ক্রাইসিস ম্যানেজমেন্ট গ্রুপের বৈঠকে আলোচিত বিষয় গুলি উত্থাপন করা হবে।