মারা গেলেন চীনে হাইব্রিড ধানের জনক হিসেবে পরিচিত কৃষিবিদ ইউয়ান লংপিং

অনলাইন ডেস্ক, ২২ মে।। মারা গেলেন চীনে হাইব্রিড ধানের জনক হিসেবে পরিচিত কৃষিবিদ ইউয়ান লংপিং। দেশটির হুনান প্রদেশের রাজধানী চাংশার একটি হাসপাতালে শনিবার তার মৃত্যু হয় বলে জানিয়েছে এএফপি। মৃত্যুকালে লংপিংয়ের বয়স হয়েছিল ৯০ বছর। লংপিং বেশ কিছু শারীরিক জটিলতায় ভুগছিলেন।

রাষ্ট্রীয় বার্তা সংস্থা শিনহুয়ার বরাত দিয়ে এএফপির প্রতিবেদনে জানানো হয়, হাইব্রিড ধান বিকাশে সহযোগিতা ও বিশ্বজুড়ে লাখ লাখ মানুষের অনাহার দূর করায় অবদান রাখা লংপিংকে জাতীয় বীর হিসেবে দেখে চীন।

১৯৭৩ সালে বিশ্বের প্রথম উচ্চ ফলনশীল হাইব্রিড ধানের চাষ শুরু করেন লংপিং। প্রচলিত জাতের চেয়ে ২০ শতাংশ বেশি ধান উৎপাদন হয় হাইব্রিড বীজে।

লংপিংয়ের হাত ধরে চীনসহ পৃথিবীর অন্যান্য ধান উৎপাদনশীল অঞ্চলে হাইব্রিডের ব্যাপক চাষাবাদ শুরু হয়। ১৪০ কোটি মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিতে হাইব্রিড ধান উৎপাদনের দিকে ঝুঁকেছে চীন।

পূর্ব এশিয়ার দেশটি বর্তমানে ১ কোটি ৬০ লাখ হেক্টর জমিতে হাইব্রিড ধানের চাষ হয়। এর মাধ্যমে প্রতি বছর দেশটির বাড়তি ৮ কোটি মানুষের খাদ্যের জোগান দেয়া সম্ভব হয়েছে।

 

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?