স্টাফ রিপোর্টার, আগরতলা, ২২ মে।। আগরতলা পুরনিগম এলাকায় গত ৬দিন ধরে চলছে করোনা কারফিউ৷ দিনে রাতে পুলিশের নজরদারি৷ বিভিন্ন এলাকায় বিট পুলিশ বাইক নিয়ে ঘুরে বেড়ায়৷ তারপরেও প্রতি রাতে চুরির ঘটনা ঘটছে৷
বাড়ছে ছিনতাই৷ গতবছর লকডাউনের সময় পশ্চিম থানার নাকের ডগায় বেশ কয়েকটি চুরির ঘটনা ঘটে৷ শুক্রবার রাতে ত্রিপুরা সরকারি কর্মচারী ফেডারেশন অফিসে চুরির ঘটনা ঘটে৷ চোরের দল ফেডারেশন অফিসে ঢুকে অফিসের আলমারি ভেঙে কিছু জরুরি জিনিস ও কাগজপত্র নিয়ে যায় বলে দাবি করলেন ফেডারেশন অফিসের কর্মকর্তা সমর রায়৷
তাছাড়া এই অফিসে বসতেন বিধায়ক আশিস কুমার সাহা৷ তার রুমেও চোরের দল হানা দেয় এবং আলমারি ভেঙে কিছু জরুরি জিনিসপত্র নিয়ে যায়৷ করোনা কারফিউর মধ্যে একের পর এক চুরির ঘটনায় উদ্বিগ্ণ শহরের মানুষ৷ শুধুই শহর এলাকা নয়, রাজ্যের বিভিন্ন জায়গায় বেড়েছে চুরি ও ছিনতাই৷
অথচ রাজধানীর বিভিন্ন জায়গায় পুলিশের নাকা পয়েন্ট রয়েছে৷ নাকা পয়েন্টে রয়েছে পুলিশের কড়া নজরদারি৷ রাতে নাকা পয়েন্ট পেরিয়ে মাছি গলার উপায় নেই৷ তারপরেও কি করে প্রতি রাতে চুরির ঘটনা ঘটে তানিয়ে প্রশ্ণ উঠেছে৷
অথচ রাজ্য স্বরাষ্ট্র দপ্তরের তথ্য অনুসারে রাজ্যে চুরি ছিনতাই হ্রাস পেয়েছে৷ কিন্তু বাস্তব ঠিক অন্য কথা বলছে৷ কারফিউর মধ্যে আগরতলা তো বটেই রাজ্যের বিভিন্ন জায়গায় নিশিকুটুম্বের উৎপাতে নাজেহাল সাধারণ মানুষ৷