অনলাইন ডেস্ক, ২৩ মে।। একটা পর্যায়ে গার্ড মুলারের রেকর্ড রবার্ট লেভানডোস্কি ভাঙতে পারবেন কি-না সেনিয়ে শঙ্কাই তৈরি হয়েছিল। তবে ম্যাচের একেবারে অন্তিম লগ্নে জ্বলে ওঠেন এই পোলিশ তারকা।
শেষ বাঁশি বাজার ঠিক আগের মুহূর্তে অগসবুর্গের জালে বল জড়িয়ে কিংবদন্তি গার্ড মুলারকে টপকে যান লেভানডোস্কি। বায়ার্ন মিউনিখ তারকা বুন্দেস লিগার ইতিহাসে এক মৌসুমে সর্বোচ্চ গোলের রেকর্ডের মালিক হয়ে যান তাতে।
লেভানডোস্কি ভেঙে দিলেন ৪৯ বছরের পুরোনো রেকর্ড। এতদিন বুন্দেস লিগায় এক মৌসুমে সর্বাধিক ৪০ গোলের রেকর্ড ছিল গার্ড মুলারের দখলে ছিল। ১৯৭১–৭২ মৌসুমে বায়ার্ন মিউনিখের হয়ে লিগে ৪০ গোল করেছিলেন গার্ড মুলার। আর লেভানডোস্কি ৪১ গোল করে এবারের বুন্দেস লিগা শেষ করলেন।
বায়ার্নের বুন্দেস লিগা নিশ্চিত হয়েছিল আগেই। লেভানডোস্কি কীর্তি গড়া লিগে নিজেদের শেষ ম্যাচে অগসবুর্গকে তারা হারিয়েছে ৫–২ ব্যবধানে। প্রথমার্ধেই ৪–০ ব্যবধানে এগিয়ে যায় বায়ার্ন।
বায়ার্নের প্রথম গোল আত্মঘাতী। ২৩ মিনিটে ২–০ করেন গ্যানাব্রি। ১ মিনিট পরেই পেনাল্টি পায় অগসবুর্গ। ক্যালিগিউরির শট আটকে দেন ন্যুয়ের।
৩৩ মিনিটে কোম্যানের পাস থেকে ৩–০ করেন কিমিচ। ৩৯ মিনিটে গার্ড মুলারকে টপকে যাওয়ার সুযোগ ছিল লেভানডোস্কির সামনে। কিন্তু কাজে লাগাতে পারেননি। ৪৩ মিনিটে ৪–০ করেন কোম্যান।
দ্বিতীয়ার্ধে গোলের জন্য মরিয়া হয়ে ওঠেন লেভানডোস্কি। বারবার গোলমুখে পৌঁছেও সুযোগ কাজে লাগাতে পারছিলেন না। এরই মাঝে অগসবুর্গের হয়ে পরপর ব্যবধান কমান হান ও নেইডারলেচনার।
এরপর ম্যাচের একেবারে অন্তিম লগ্নে লেভানডোস্কির সামনে হাজির হয় সেই কাঙ্ক্ষিত মুহূর্ত। গড়েন ইতিহাস। ৩৪ ম্যাচে ৭৮ পয়েন্টে লিগ শেষ করল বায়ার্ন।