অনলাইন ডেস্ক, ২৩ মে।। শেষ রাউন্ডে লা লিগার শিরোপা নিষ্পত্তি হলো তীব্র উত্তেজনা ও রোমাঞ্চ ছড়িয়ে। যেখানে রিয়াল মাদ্রিদকে পেছনে ফেলে আতলেতিকোই জিতে নিল শিরোপা। ২০১৪ সালে সবশেষ লিগ শিরোপা জেতা দলটির অপেক্ষা ফুরোল।
শনিবার রিয়াল ভায়াদোলিদকে তাদেরই মাঠে ২-১ গোলে হারায় আতলেতিকো। প্রথমার্ধে পিছিয়ে পড়ার পরও অ্যাঞ্জেল কোয়েরা ও লুইস সুয়ারেজের গোলে নিশ্চিত হয় দলটির জয়।
অন্যদিকে পিছিয়ে পড়েও শেষ দিকে করিম বেনজেমা ও লুকা মদ্রিচের গোলে ভিয়ারিয়ালকে ২-১ ব্যবধানে হারায় রিয়াল মাদ্রিদ। তবে আতলেতিকো নিজেদের ম্যাচে জেতায় তাদের দুই পয়েন্ট পিছিয়ে থেকেই শেষ করতে হলো আসর।
সমীকরণটা এমন ছিল, আতলেতিকো যদি ড্রও করে, তবে নিজেদের ম্যাচে জয় পেলেই চ্যাম্পিয়ন হবে জিনেদিন জিদানের রিয়াল। শেষ পর্যন্ত অবশ্য আতলেতিকো পা হটকায়নি। লুইস সুয়ারেজ জয় সূচক গোল করে দলকে এনে দিয়েছেন শিরোপা।
অথচ গত মৌসুম শেষে বার্সেলোনা ছেড়েছিলেন তিনি চোখের জলে। রোনাল্ডা কোম্যান কাতালানদের দায়িত্ব নিয়েই সুয়ারেজকে ছেঁটে ফেলেন। সেই সুয়ারেজই ২১ গোল করে আতলেতিকোর লিগ জয়ের অন্যতম নায়ক।
আতলেতিকো এদিন পিছিয়ে পড়ে ম্যাচের ১৮ মিনিটেই। খেলার গতির বিপরীতে প্রতি আক্রমণে উঠে এসে গোল করে ভালাদোলিদকে এগিয়ে দেন প্লানো। মিনিট চারেক পর সমতা ফেরানোর সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেননি সুয়ারেজ। প্রথমার্ধে খেলার ফল ছিল ১–০।
দ্বিতীয়ার্ধে জ্বলে ওঠে আতলেতিকো। ৫৭ মিনিটে সমতা ফেরান কোরেয়া। ৬৭ মিনিটে জয়সূচক গোলটি করেন সুয়ারেজ।
এ নিয়ে ১১ বার লা লিগায় চ্যাম্পিয়ন হল আতলেতিকো মাদ্রিদ। শেষবার তারা চ্যাম্পিয়ন হয়েছিল ২০১৩–১৪ মৌসুমে।
এদিকে নিজেদের মাঠে রিয়ালও শুরুতেই পিছিয়ে পড়ে। ২০ মিনিটে ইয়েরেমি পিনোর গোলে এগিয়ে যায় ভিলারিয়াল। ৮৭ মিনিটে গোল করে সমতা ফেরান করিম বেনজেমা। ম্যাচের ইনজুরি সময়ে মদ্রিচ রিয়ালের হয়ে জয়সূচক গোলটি করেন।
৩৮ ম্যাচে ৮৬ পয়েন্ট পেয়ে চ্যাম্পিয়ন আতলেতিকো মাদ্রিদ। ৮৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় রিয়াল। ৭৯ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে থেকে লিগ শেষ করল বার্সেলোনা। এদিন যারা ১–০ ব্যবধানে হারিয়েছে এইবারকে। ৮১ মিনিটে জয়সূচক গোলটি করেন গ্রিজম্যান।
সেভিয়া ৩৭ ম্যাচে ৭৪ পয়েন্ট নিয়ে আছে টেবিলের চারে। রবিবার আলাভেসের বিপক্ষে তারা নিজেদের শেষ ম্যাচ খেলবে। তবে তাদের চারে থাকাটা নিশ্চিতই।