অনলাইন ডেস্ক, ২২ মে।। মিয়ানমারের সেনাবাহিনীর প্রধান দাবি করেছেন, অং সান সু চি ‘সুস্থ আছেন’। ফেব্রুয়ারিতে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে জোরপূর্বক দেশটির ক্ষমতা দখলের পর এই প্রথম সাক্ষাৎকার দিয়েছেন জান্তা সরকার।
সেনাবাহিনীর প্রধান মিন অং হ্লেইং আরও জানান, কয়েক দিনের মধ্যে সু চিকে আদালতে হাজির করা হবে।
তিনি বলেন, ‘অং সান সু চি সুস্থ আছেন। তিনি বাড়িতে আছেন এবং কয়েক দিনের মধ্যে আদালতে হাজির হবেন। ’
মিন অং হ্লেইং এই সাক্ষাৎকারটি দেন বৃহস্পতিবার, হংকংয়ের ফিনিক্স টেলিভিশনে। তবে তার এই সাক্ষাৎকারটি পুরোপুরি সম্প্রচার করা হয়নি। জেনারেলের কয়েকটি মন্তব্য বার্মিজ ও চাইনিজ ভাষায় অনুবাদ করে ভিডিও ক্লিপ পোস্ট করা হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। সু চির সুস্থ থাকার খবরটি সেই সব ভিডিও ক্লিপেরই অংশ।
ক্ষমতা দখলের পর থেকে নোবেলজয়ী সু চিকে গৃহবন্দী অবস্থায় রেখেছে জান্তা সরকার এবং তাকে এখন পর্যন্ত জনগণের সামনে আসতে দেওয়া হয়নি।
সাক্ষাৎকারে সেনাবাহিনী প্রধান আবারও যাছাইহীনভাবে দাবি করেন, দেশটির গত বছর নভেম্বরের নির্বাচনে জালিয়াতি করা হয়েছে। আর এই অভিযোগে সু চিকে গ্রেপ্তার করা হয়।
ওই নির্বাচনে জয়লাভ করে সু চির দল ন্যাশনাল লিগ আর ডেমোক্রেসি (এনএলডি)। তবে গত ১ ফেব্রুয়ারি সেনা অভ্যুত্থানের মাধ্যমে সু চিকে গ্রেপ্তার করে জোরপূর্বক ক্ষমতা দখল করে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশটিতে বিশৃঙ্খলা তৈরি করে জান্তা সরকার।
এরপর থেকে, সু চির মুক্তির দাবিতে রাস্তায় নামা প্রতিবাদীদের দমন করতে সেনাবাহিনী নৃশংসতার পথ বেছে নেয়। আটক করে ৪ হাজারের বেশি লোক। জান্তা সরকারের হাতে এখন পর্যন্ত প্রাণ হারিয়েছে ৮০০ জনের বেশি।