অনলাইন ডেস্ক, ২৩ মে।। অবশেষে পুলিশের জালে ধরা পড়লেন ভারতের অলিম্পিক পদকজয়ী কুস্তিগির সুশীল কুমার।
ছত্রশাল স্টেডিয়ামে হত্যাকাণ্ডের ঘটনার পর ভারতের দুইবারের অলিম্পিক পদকজয়ী সুশীল গত ১৫ দিন ধরে গা ঢাকা দিয়েছিলেন। তাকে ধরিয়ে দিতে ১ লাখ টাকা পুরস্কার ঘোষণা করেছিল পুলিশ। শনিবার দিল্লি পুলিশ তাকে গ্রেপ্তার করেছে বলে জানিয়েছে ভারতের বিভিন্ন সংবাদমাধ্যম।
সূত্রের বরাত দিয়ে তারা লিখেছে, ‘জলন্ধরের কাছে একটা জায়গা থেকে সুশীল কুমারকে গ্রেপ্তার করেছে দিল্লি পুলিশ। সঙ্গে ছিলেন অজয় কুমার। তাকেও গ্রেপ্তার করা হয়েছে। ’
৪ মে ছত্রসাল স্টেডিয়ামের বাইরে দুই কুস্তিগিরদের মধ্যে ঝামেলা হয়। প্রাণ হারান ২৩ বছরের প্রতিশ্রুতিশীল কুস্তিগির সাগর কুমার। সেই ঘটনায় আহত হয়েছিলেন আরো ২ কুস্তিগির। ওই সময় ঘটনাস্থলে উপস্থিত প্রত্যেকের নামে অভিযোগ দায়ের করা হয়েছিল।
ওই ঘটনা নিয়ে তদন্ত শুরু হতেই সুশীলকে নিয়ে একের পর এক অজানা তথ্য উঠে আসে। যা চমকে দেওয়ার মতো ঘটনা।
দিল্লি পুলিশের এক সূত্র থেকে জানা যাচ্ছে, সম্প্রতি তাদের হাতে যে সিসিটিভ ফুটেজ এসেছে, তাতে দেখা যায় ওই ঝামেলায় সম্পূর্ণ জড়িত ছিলেন সুশীল। মারামারিতেও জড়িয়ে পড়ছিলেন। কুস্তিগিরদের অপর দল তার হাতে ব্যাপক মারও খেয়েছিল। তাদের মধ্যে সাগরও ছিলেন। সেই ঘটনার পর থেকেই পলাতক ছিলেন সুশীল।
২০০৮ সালে বেইজিং অলিম্পিকে ৬৬ কেজি বিভাগে ব্রোঞ্জ জিতে সবাইকে চমকে দিয়েছিলেন সুশীল। ধারাবাহিকতা ধরে রেখে ২০১২ সালের লন্ডন অলিম্পিকে জয় করেন রুপা।