অনলাইন ডেস্ক, ২৩ মে।। আতলেতিকো মাদ্রিদকে শিরোপা এনে দেওয়ার পর আবেগ ধরে রাখতে পারেননি লুইস সুয়ারেজ। গত মৌসুমে ইচ্ছার বিরুদ্ধে বার্সেলোনা ছাড়তে হয়েছিল তাকে। সাবেক ক্লাবের বঞ্চনার কথা উল্লেখ করে তিনি ধন্যবাদ দিয়েছেন আতলেতিকোকে।
শনিবার লা লিগায় শেষ রাউন্ডের ম্যাচে রিয়াল ভায়াদোলিদকে তাদেরই মাঠে ২-১ গোলে হারায় আতলেতিকো। প্রথমার্ধে পিছিয়ে পড়ার পরও অ্যাঞ্জেল কোয়েরা ও লুইস সুয়ারেজের গোলে নিশ্চিত হয় দলটির জয়।
জয় সূচক গোল করা সুয়ারেজ পুরো মৌসুম জুড়েই ছিলেন দুর্দান্ত। লা লিগায় করেছেন মোট ২১ গোল। আতলেতিকোর সাত বছর পর শিরোপা জয়ের পেছনে তার এই পারফরম্যান্স রেখেছে বড় ভূমিকা।
ম্যাচ শেষে মাঠেই মুঠোফোনে ভিডিও কলে কথা বলার সময় অঝোরে কাঁদতে দেখা যায় সুয়ারেজকে। গত মৌসুম শেষে কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হয়েছে তাকে। সেখান থেকে ঘুরে দাঁড়িয়েছেন এবং মৌসুম শেষ করলেন তিনি লিগ শিরোপায়। সুয়ারেজের কান্নার অর্থ তাই কারো বুঝতে অসুবিধা হওয়ার কথা না।
ম্যাচ শেষে এই উরুগুইয়ান তারকা পেছন ফিরে তাকিয়ে বললেন, ‘বার্সা আমাকে মূল্য দেয়নি।
যেভাবে আতলেতিকো আমাকে গ্রহণ করে নিয়েছিল, সে জন্য আমি খুশি। আমি যে এই পর্যায়ে এখনো পারফর্ম করতে পারি, তা দেখানোর সুযোগ তারা আমাকে দিয়েছিল। আমার ওপর আস্থা রাখার জন্য ধন্যবাদ। ’
সুয়ারেজ বলেন, তার সঙ্গে কঠিন সময়ের মধ্যে যেতে হয়েছে তার পরিবারকেও। তার কথায়, ‘আমার সঙ্গে আরো অনেককে ভুগতে হয়েছে। আমার স্ত্রী, আমার সন্তানদের। অনেক বছর ধরে আমি ফুটবল খেলছি, কিন্তু আমি মনে করি, এ বছর আমার পরিবার সবচেয়ে ভুগেছে। ’
তবে নিজে পারফর্ম করে দলকে শিরোপা দিতে পেরে তৃপ্ত সুয়ারেজ, ‘মৌসুমের শেষ ম্যাচে পারফর্ম করতে পারার অনুভূতি চমৎকার। আমার দলের দারুণ একটা বছর কেটেছে। কঠিন প্রতিদ্বন্দ্বিতার পরও আমরা সবচেয়ে ধারাবাহিক এবং আমরা চ্যাম্পিয়ন। ’