পারফর্মারদের তালিকায় লিওনেল মেসি ঠিকই জ্বলজ্বলে নাম হয়েই রইলেন

অনলাইন ডেস্ক, ২৩ মে।। বার্সেলোনার জন্য মৌসুমটা হতাশারই বলতে হবে। চ্যাম্পিয়ন্স লিগে ব্যর্থতার পর লা লিগাও শেষ করল তারা তিনে থেকে। তবে পারফর্মারদের তালিকায় লিওনেল মেসি ঠিকই জ্বলজ্বলে নাম হয়েই রইলেন।

লা লিগায় এবার সর্বোচ্চ ৩০ গোল করে ফের পিচিচি ট্রফি জিতলেন আর্জেন্টাইন তারকা। এটা তার টানা পঞ্চম পিচিচি ট্রফি এবং সবমিলে রেকর্ড অষ্টম।

এর আগে ২০০৯-১০ মৌসুমে ৩৪, ২০১১-১২ মৌসুমে ৫০, ২০১২-১৩ মৌসুমে ৪৬, ২০১৬-১৭ মৌসুমে ৩৭, ২০১৭-১৮ মৌসুমে ৩৪, ২০১৮-১৯ মৌসুমে ৩৬, ২০১৯-২০ মৌসুমে ২৫ গোল করে এই ট্রফি জিতেছিলেন মেসি।

গত মৌসুমেই সবচেয়ে বেশি পিচিচি ট্রফি জয়ের রেকর্ডে সাবেক স্প্যানিশ ফরোয়ার্ড তেলমো সাররাকে ছাড়িয়ে যান মেসি। ১৯৪৫ থেকে ১৯৫৩ সালের মধ্যে মোট ছয়বার পিচিচি জিতে রেকর্ড গড়েছিলেন আথলেতিক বিলবাওয়ের এই কিংবদন্তি।

এবার মেসি গড়লেন আরেক কীর্তি। ইউরোপের শীর্ষ লিগগুলো মিলিয়েই সবচেয়ে বেশিবার লিগে সর্বাধিক গোলস্কোরারের কীর্তি এখন মেসির।

জার্মানিতে সর্বাধিক সাতবার সর্বোচ্চ গোলদাতা হওয়ার রেকর্ড গার্ড মুলারের। ইতালিতে এই কীর্তি গুন্নার নর্ডালের, পাঁচ বার সেখানে সর্বাধিক গোলস্কোরার হন তিনি। ফ্রান্সে জিন-পিয়েরি পাপিন সর্বাধিক পাঁচ বার মার্সেইয়ের হয়ে সর্বোচ্চ গোলস্কোরার হয়েছেন।

ইংলিশ প্রিমিয়ার লিগে চারবার সর্বোচ্চ গোলস্কোরার হয়েছেন থিয়েরি ওরি। ডাচ লিগে সর্বাধিক পাঁচবার সর্বোচ্চ গোলদাতা হয়েছেন রুড জিলস।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?