হলিউডের চালু ফ্র্যাঞ্চাইজিগুলোর অন্যতম ‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস’

অনলাইন ডেস্ক, ২৩ মে।। হলিউডের চালু ফ্র্যাঞ্চাইজিগুলোর অন্যতম ‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস’। একটি স্পিনঅফ ও মূল সিরিজের নবম কিস্তি মিলিয়ে মোট আয় দাঁড়িয়েছে ৬০০ কোটি ডলার।

যুক্তরাষ্ট্রে মুক্তির কয়েক সপ্তাহ আগে চীনসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ বাজারে মুক্তি পেয়েছে সিরিজের সাম্প্রতিক ছবি ‘এফনাইন’। ওপেনিংয়ে চীনের ১০ কোটি ৫ লাখ ডলারসহ মিলিয়ে আটটি বাজার থেকে শুক্রবার পর্যন্ত আয় ১৬ কোটি ডলারের বেশি। এর মাধ্যমে পুরো সিরিজের আয় ৫ বিলিয়ন ডলার ছাড়িয়ে গেল।

এর আগে যুক্তিরাষ্ট্রের পাঁচ সপ্তাহ আগে চীনে কোনো হলিউড মুভি মুক্তি না পেলেও করোনা পরিস্থিতিতে নতুন কৌশল নিয়েছে ইউনিভার্সেল স্টুডিও। এ ছাড়া ১ জুলাই চীনা কমিউনিস্ট পাটি শতবার্ষিকী হওয়ায় ওই সময় অনানুষ্ঠানিকভাবে বিদেশি সিনেমা প্রদর্শন বন্ধ থাকবে।

ফলাফল হিসেবে ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম’-এর পর চীনে এই প্রথম ১০ কোটি ডলারের বেশি ওপেনিং পেল হলিউডের কোনো ছবি। এ ছাড়া মহামারির পর সর্বোচ্চ ওপেনিং-ও এটি। পাশাপাশি কোরিয়া, রাশিয়া, হংকং ও মধ্যপ্রাচ্যে ভালো ফল করছে ‘এফনাইন’।

আগে থেকেই চীনে ‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস’ ভীষণ জনপ্রিয়। এ বাজার থেকেই এসেছে ১ বিলিয়ন বা ১০ কোটি ডলারের বেশি।

২০১৫ সালে ‘ফিউরিয়াস ৭’ বা ২০১৯ সালের স্পিনঅফ ‘হবস অ্যান্ড শ’ থেকে প্রথম সপ্তাহে ভালো অবস্থানে রয়েছে ‘এফনাইন’। তবে ২০১৭ সালের ‘দ্য ফেইট অব দ্য ফিউরিয়াস’ আয় করে সাড়ে ১৮ কোটি ডলারে মতো, যা চীনের বাজারে হলিউড সিনেমার সবচেয়ে বড় ওপেনিং।

‘এফনাইন’ এর পরপরই জায়গা নেবে। সিনেমাটি অস্ট্রেলিয়া, ল্যাটিন আমেরিকা, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রে মুক্তি পাবে জুনের ভিন্ন দুই তারিখে।

জাস্টিন লিন পরিচালিত ‘এফনাইন’-এ অভিনয় করেছেন ভিন ডিজেল, মিচেল রদ্রিগেজ, টাইরেস গিবসন, জন সিনা, নাটালি ইমানুয়েল, হেলেন মিরেন, কুর্ট রাসেল ও শার্লিজ থেরনসহ অনেকে।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?