অনলাইন ডেস্ক, ২৩ মে।। এক হৃদয়বিদারক ঘটনা ঘটেছে মাদ্রিদের কেন্দ্রস্থলে। অ্যাটলেটিকো মাদ্রিদের শিরোপা জয় উদ্যাপন করতে গিয়ে প্রাণ হারিয়েছে ১৪ বছর বয়সী এক কিশোর সমর্থক।
শনিবার রিয়াল ভায়োদোলিদকে ২-১ গোলে হারিয়ে চলতি মৌসুমের লা লিগা জিতে ডিয়েগো সিমিওনের দল। প্রিয় দল চ্যাম্পিয়ন হওয়ায় স্পেনের রাজধানীতে নেমে আসে অ্যাটলেটিকো সমর্থকরা। সমর্থক হিসেবে দলের শিরোপা জয় উদ্যাপন করতে এসেছিল ওই কিশোরও।
স্প্যানিশ গণমাধ্যম এল পাইসের বরাতে মার্কা জানায়, ওই কিশোর চলমান এক গাড়িতে বসা ছিল। প্লাজা দে সান্তা আনার কার পার্কিংয়ের প্রবেশ পথে মাথায় আঘাত পায় সে।
দেবডিসকোর্স নাম আরেক গণমাধ্যম জানায়, দুর্ঘটনার সময় ওই কিশোর তার পরিবার ও বন্ধুদের সঙ্গে ছিল। মাদ্রিদের কেন্দ্রে গাড়ি ঘোরানোর সময় তার মাথা দেয়ালে আঘাত পায়। এরপর থাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
জরুরি সেবা বিভাগ জানায়, আঘাত পাওয়ার পর কিশোরটির কার্ডিয়াক অ্যারেস্ট হয় এবং তারা তাকে বাঁচাতে চেষ্টা করেন। তবে দুর্ঘটনার এক ঘণ্টা পর কিশোরটির মৃত্যু হয়। স্থানীয় সময় রাত ৯.২০ মিনিটে এই হৃদয়বিদারক ঘটনা ঘটে।
মাদ্রিদের মিউনিসিপ্যাল পুলিশ জানিয়েছে, তার এই দুর্ঘটনার তদন্ত করছে।
নগর প্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের চেয়ে ২ পয়েন্ট এগিয়ে থেকে লা লিগা জিতেছে অ্যাটলেটিকো। ৮৬ পয়েন্ট নিয়ে মৌসুম শেষ করল তারা। রিয়ালের পয়েন্ট ৮৪। ৭৯ পয়েন্ট নিয়ে তিনে থেকে মৌসুম শেষ করেছে বার্সেলানাও।