অনলাইন ডেস্ক, ২২ মে।। মা হলেন জনপ্রিয় কণ্ঠশিল্পী শ্রেয়া ঘোষাল। ২২মে, শনিবার শ্রেয়ার ঘর আলো করে এলো ফুটফুটে পুত্র সন্তান। গায়িকা নিজেই সেই খবর শেয়ার করলেন সোশ্যাল হ্যান্ডেলে। জানান, মা-ছেলে দু’জনেই ভালো আছেন। টুইটে শ্রেয়া লিখেন, ‘সৃষ্টিকর্তার আশীর্বাদে আজ (২২ মে) দুপুরেই পুত্রসন্তানের জন্ম হয়েছে। জীবনে প্রথমবার এমন অনুভূতির সাক্ষী হলাম।
আমি এবং আমার স্বামী শিলাদিত্য-সহ পরিবারের সবাই এ মুহূর্তে খুশির জোয়ারে ভাসছি। শুভকামনার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।’ শ্রেয়ার এমন খবরে সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছার বন্যা বয়ে যাচ্ছে। ভক্তরা তো বটেই, বলিউড ইন্ডাস্ট্রির তারকারাও শুভেচ্ছা জানাচ্ছে মিছিলের মতো। এদিকে অতিথি আসার আগেই নাম ঠিক করে রেখেছিলেন শ্রেয়া-শিলাদিত্য দম্পতি।
গত মার্চে টুইটারে সন্তানসম্ভবা হওয়ার খবর শেয়ার করে শ্রেয়া লিখেছিলেন, ‘বেবি শ্রেয়াদিত্য আসছে’! তবে কি নাম হিসেবে শ্রেয়াদিত্যই থাকছে- সেই জবাব এখনও মেলেনি তাদের পক্ষ থেকে। ২০১৫ সালে ছোটবেলার বন্ধু শিলাদিত্য মুখোপাধ্যায়ের সঙ্গে বিয়ে বন্ধনে আবদ্ধ হন বলিউডের বঙ্গললনা শ্রেয়া।