অনলাইন ডেস্ক, ২২ মে।। বার্সেলোনায় মেসির মৌসুম শেষ। কোচ রোনাল্ড কোম্যান আর্জেন্টাইন ফরোয়ার্ডকে আগে থেকে অনুমতি দিয়েছেন ছুটি কাটানোর জন্য।
যার কারণে শনিবার লা লিগায় এইবারের বিপক্ষে কাতালান জায়ান্টদের শেষ ম্যাচে স্কোয়াডে না থাকতে পারেন মেসি। এমনটাই জানিয়েছে স্প্যানিশ ক্রীড়া মাধ্যম মার্কা।
চলতি মৌসুম শুরুর আগে ৩৩ বছর বয়সী তারকা ক্যাম্প ন্যু ছাড়ার কথা জানিয়েছিলেন। তবে পরে সেই সিদ্ধান্ত থেকে সরে এসে বার্সার সঙ্গে এক বছরের চুক্তি নবায়ন করেন তিনি।
অবশেষে সেই চুক্তির মেয়াদও শেষ হয়ে এলো। তবে নতুন ঠিকানা হিসেবে ম্যানচেস্টার সিটি বা পিএসজিতে যাওয়ার কথা থাকলেও, ভবিষ্যৎ নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেননি তিনি।
এই মৌসুমে প্রচুর ম্যাচ খেলেছেন মেসি। তবে লিগে শেষ ম্যাচ না খেলে ছুটিতে গেলে জুনে শুরু হতে যাওয়া কোপা আমেরিকায় নিজেকে চাঙা রাখার সুযোগ থাকছে এলএমটেনের।
বার্সার হয়ে শেষ ম্যাচ হয়তো খেলতে চান মেসি। শেষ ম্যাচটি খেলে ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত নিতে পারেন তিনি।
তার বাবা এবং অ্যাজেন্ট অনানুষ্ঠানিকভাবে বার্সার প্রেসিডেন্ট হোয়ান লাপোর্তার সঙ্গে কথা বলেছেন। তবে দুই পক্ষের মধ্যে টেবিলে বসে আনুষ্ঠানিক কোনো আলোচনা হয়নি এখনো।