স্টাফ রিপোর্টার, আগরতলা, ২২ মে।। রাজধানী আগরতলা শহর এলাকার গাঙ্গাইল রুটের রঞ্জিত নগর এলাকায় পরের দায়ে এক গৃহবধূর ওপর স্বামী ও শ্বশুরবাড়ির লোকজনরা অমানুষিক নির্যাতন শুরু করেছে। নির্যাতিত গৃহবধূ আগরতলা পশ্চিম মহিলা থানায় মামলা দায়ের করেছে।
রাজ্যে নারী নির্যাতনের ঘটনা ক্রমাগত বৃদ্ধি পেয়েছে। রাজধানী আগরতলা শহরের গাংগাইল রঞ্জিত নগর এলাকায় গৃহবধূকে বিয়ের কিছুদিন পর থেকেই স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন নির্যাতন শুরু করেন বলে অভিযোগ। মাত্র আট মাস আগে সামাজিক প্রথার বিয়ে হয়।গৃহবধূর নাম স্নেহা স্মিতা আচার্জী। স্বামীর নাম চিরঞ্জিত আচার্জী, শ্বশুরের নাম পরিমল আচার্জী। গৃহবধূর অভিযোগের পর থেকেই তার স্বামী ও শ্বশুরবাড়ির লোকজনরা নির্যাতন শুরু করেছে।
স্বামী আকন্ঠ মদ্যপান করে বাড়িতে ফিরে গৃহবধূর ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালায়। শশুর শাশুড়িও গৃহবধূর ওপর নির্যাতন চালায় বলে অভিযোগ। পরে নির্যাতন সহ্য করতে না পেরে গৃহবধূ পশ্চিম মহিলা থানায় মামলা দায়ের করেছে। মহিলা থানার পুলিশ মামলা গ্রহণ করে ঘটনার তদন্ত শুরু করেছে।
গৃহবধূ নির্যাতনের ঘটনায় মামলার তদন্ত শুরু হলেও এখনো পর্যন্ত অভিযুক্তদের গ্রেপ্তারের সংবাদ নেই। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে। ঘটনার সুষ্ঠু তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি উঠেছে।